ট্রেনে কাটা পড়ে প্রাণ হারানো ৩ শিশুর পরিচয় মেলেনি ৪০ ঘণ্টাতেও
২৪ সেপ্টেম্বর ২০২৩ ২১:২৬ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৫৯
ঢাকা: রাজধানীর মহাখালী এলাকায় ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া তিন শিশুর পরিচয় মেলেনি। ঘটনার চল্লিশ ঘণ্টা পার হলেও মর্গে তারা পড়ে আছে অজ্ঞাতপরিচয় হিসেবে।
ঢাকা মেডিকেল কলেজ মর্গ সূত্রে জানা গেছে, রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তিন শিশুর ময়নাতদন্ত হয়। কিন্তু সন্ধ্যা ৬টা পর্যন্ত শিশুদের দাবি নিয়ে মর্গে কেউই আসেননি।
গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রেলওয়ে থানা পুলিশ তিন শিশুর মৃতদেহ নিয়ে ঢামেক হাসপাতালে আসে।
গতকাল শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে যে কোনো সময় মহাখালী আমতলা সড়ক ভবনের পাশে রেললাইনে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিন শিশু মারা যায়। তাদের বয়স আনুমানিক ১২ থেকে ১৩ বছর।
ঢাকা রেলওয়ের বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর বলেন, ‘তাদের তো জাতীয় পরিচয়পত্র হয়নি। এ কারণে পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। তাই সকাল থেকে আমাদের রেলওয়ে পুলিশের কয়েকজন সদস্য এলাকার কিছু লোক নিয়ে শিশুদের ছবি নিয়ে ওই এলাকায় ঘুরাঘুরি করছে। কয়েকটি বস্তিতেও যাওয়া হয়েছে। এতে যদি এলাকার কেউ চিনতে পারে। তবে সন্ধ্যা পর্যন্ত শিশুদের পরিচয় পাওয়া যায়নি।’
এসআই বলেন, ‘গতকাল সকালে মহাখালী আমতলা সড়ক ভবনের কাছে রেললাইন দিয়ে অসতর্কভাবে হেঁটে যাচ্ছিলে ওই তিন পথশিশু। তখন ঢাকা থেকে ছেড়ে যাওয়া জামালপুরগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে তিন শিশু মারা যায়।’
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই জানান, যখন তিন শিশু রেললাইন দিয়ে হাঁটছিল তাদের ডাকাডাকি করলেও তারা কর্ণপাত করেনি।
সারাবাংলা/এসএসআর/একে