Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নবাবগঞ্জে বজ্রপাতে একজন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৩ ২১:১৩

দিনাজপুর: জেলার নবাবগঞ্জ উপজেলায় বজ্রপাতে বেলাল হোসেন (২০) নামের একজন নিহত হয়েছেন।

রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ৯ নম্বর কুশদহ ইউনিয়নের উত্তর খালিকপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত বেলাল হোসেন ওই গ্রামের আয়নাল হকের ছেলে।

কুশদহ ইউপি চেয়ারম্যান আনোয়ারুল আজিম আনু সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘দুপুরে বৃষ্টির মধ্যেই পুকুর পাড়ে কাজ করছিল বেলাল। এমন সময় বজ্রপাতে হলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় একজন গুরুতর আহত হন। তিনি রংপুরে চিকিৎসাধীন রয়েছেন।’

সারাবাংলা/পিটিএম

নিহত বজ্রপাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর