Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গুতে মৃত্যু ৯০০ ছাড়াল, হাসপাতালে ভর্তি ৩০০৮ জন

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৪০ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩ ২১:১৪

ঢাকা: শনিবার (২৩ সেপ্টেম্বর) থেকে রোববার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ১৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা গেছে। এর মাঝে ঢাকায় মৃত্যু হয়েছে সাত জনের, ঢাকার বাইরে নয় জনের। চলতি মৌসুমে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৯০৯ জন।

গত ২৪ ঘণ্টায় দেশে তিন হাজার আট জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮১২ জন। আর ঢাকার বাইরে দুই হাজার ১৯৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে এক লাখ ৮৭ হাজার ৭২৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

বিজ্ঞাপন

রোববার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ৭৮ হাজার ৯১৫ জন এবং ঢাকা মহানগরীর বাইরের হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন এক লাখ আট হাজার ৮১০ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১০ হাজার ৪৭০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে তিন হাজার ৭৯৪ জন এবং অন্যান্য বিভাগে ছয় হাজার ৮৭৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৭৬ হাজার ৩৪৬ জন। এর মাঝে ঢাকায় ৭৪ হাজার ৫১৮ এবং ঢাকার বাইরে এক লাখ এক হাজার ৮২৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

সারাবাংলা/এসবি/পিটিএম

টপ নিউজ ডেঙ্গু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর