Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিসা নীতিতে কাকে নিষিদ্ধ করেছে জানি না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৬:০৭ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৫৫

ঢাকা: মার্কিন ভিসা নীতি প্রয়োগের মাধ্যমে দেশটি বাংলাদেশের কাকে কাকে নিষিদ্ধ করেছে সে বিষয়ে কিছু জানা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

রোববার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের সহকারী মহাসচিব উনাইসি লুতু ভুনিওয়াকার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র কাকে ভিসা দেবে আর কাকে দেবে না সেটি তাদের এখতিয়ার। তাদের ভিসানীতির আওতায় থাকা কোনো তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আসেনি। ভিসা নীতি তারা ডিক্লেয়ার করেছে বলে আমরা শুনেছি। আমাদের কাছে তো চিঠির মাধ্যমে তারা জানায়নি। কাজেই আমরা যেটা শুনেছি সেটাই জানি। এখন পর্যন্ত কাকে নিষিদ্ধ করেছে, সেটা আমরা জানি না। যেহেতু কিছুই জানি না সুতরাং এটা নিয়ে আমাদের মন্তব্য নেই, বলারও কিছু নেই।

মন্ত্রী আরও বলেন, ভিসা নীতি তাদের ব্যাপার। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দেশে কাকে যেতে দেবেন, কাকে যেতে দেবেন না, এটা সম্পূর্ণই তাদের ব্যাপার।

সারাবাংলা/জেআর/এনইউ

ভিসা নীতি স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর