মার্কিন ভিসানীতি পুলিশ বাহিনীর ওপর প্রভাব ফেলবে না: ডিএমপি
২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৫:১৭ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৩২
ঢাকা: মার্কিন ভিসা বিধিনিষেধে বাংলাদেশ পুলিশ বাহিনীর ওপর কোনও প্রভাব পড়বে না বলে মনে করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া) ফারুক হোসেন।
রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মার্কিন ভিসা বিধিনিষেধ প্রয়োগে পুলিশের কাজের গতি কমবে না জানিয়ে তিনি বলেন, ‘আমেরিকার ভিসানীতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের ব্যাপারে আবেদন করা হয়েছে। তারা কারা জানি না।’
ফারুক হোসেন বলেন, ‘মার্কিন ভিসা নীতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের ব্যাপারে অ্যাপ্লাই করা হয়েছে। তবে তারা কারা, এর কোনো তালিকা পায়নি। যদি ভিসা নীতি আসে, তারা হয়ত যুক্তরাষ্ট্র যেতে পারবেন না।’
পুলিশ আইনের মধ্য থেকেই কাজ করে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ভিসানীতিতে দায়িত্ব পালনে কোনও ব্যাঘাত ঘটবে না।’
গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে জানান, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধা প্রদানে দায়ী ব্যক্তি বা এর সঙ্গে জড়িত তাদের ওপর ভিসা বিধিনিষেধ শুরু করে দিয়েছে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞার মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সরকার ও বিরোধীদলীয় নেতাকর্মীরাও থাকবেন বলে ইউএস স্টেট ডিপার্টমেন্টের ওই বিবৃতিতে বলা হয়েছে।
মার্কিন ভিসা নীতির আওতায় কারা কারা পড়েছেন, তাদের নাম উল্লেখ করা হয়নি। তবে মিলার বলেছেন, যারা নিষেধাজ্ঞার আওতায় পড়বেন তাদেরকে ব্যক্তিগতভাবে জানানো হবে। যাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে সেসব ব্যক্তি তা তাদের পরিবারের সদস্যরাও যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
সারাবাংলা/ইউজে/একে
আমেরিকা টপ নিউজ ডিএমপি পুলিশ বাহিনী মার্কিন ভিসানীতি মার্কিন যুক্তরাষ্ট্র