Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রাবাড়ীতে অজ্ঞাত যানের ধাক্কায় যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৩ ১১:৫৮

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী দনিয়া কলেজের সামনের রাস্তা পর হতে গিয়ে অজ্ঞাত যানের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম রাসেল মিয়া (২৯)।

রোববার (২৪ সেপ্টেম্বর) যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিরুল ইসলাম এ তথ্য জানান। এ আগে, গতকাল শনিবার (২৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় রাসেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত দেড়টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নিহত রাসেলের বাবার নাম বকুল মিয়া। তারা যাত্রাবাড়ী নয়ানগর এলাকায় থাকেন। পূর্বে তিনি গাড়ি চালক ছিলেন। তবে বর্তমানে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানা গেছে।

এসআই আমিরুল ইসলাম জানান, গতকাল শনিবার রাত আনুমানিক ১১টার দিকে ধনিয়া কলেজের সামনের রাস্তা পার হচ্ছিলেন ওই যুবক। তখন কোনো এক যানবাহন তাকে ধাক্কা দিয়ে চলে যায়। খবর পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায়।

তিনি আরও জানান, তবে কোন গাড়ি এই দুর্ঘটনা ঘটিয়েছে তা আশপাশের কেউ জানাতে পারেনি। তবুও গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এনএস

টপ নিউজ যুবক নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর