নারায়ণগঞ্জে ড্রেন থেকে মিস্ত্রির মরদেহ উদ্ধার, বন্ধু আটক
২৪ সেপ্টেম্বর ২০২৩ ০৮:৩৯ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১২:০৩
নারায়ণগঞ্জ: শহরের শীতলক্ষ্যা এলাকার সুয়ারেজের ড্রেন থেকে সোহেল নামে ট্রাকের ইঞ্জিন মিস্ত্রির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে তার বন্ধু চন্দনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
শনিবার (২৩ সেপ্টেম্বর) রাত ১টায় ওই এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। সে জিমখানা এলাকার সাহেব আলীর ছেলে।
নিহতের স্বজনরা জানান, রাতে নিতাইগঞ্জ ওয়ার্কশপ থেকে কাজ শেষে বাসার উদ্দেশে বন্ধু চন্দনকে নিয়ে রওয়ানা হয়েছিল সে। পরে সুয়ারেজের ড্রেনে সোহেলের ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর মডেল থানার উপ-পরিদর্শক মোস্তফা জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে তার বন্ধু চন্দনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
সারাবাংলা/এমও