Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ইলেকশনবিরোধী যেকোনো চক্রান্ত জনগণ প্রতিহত করবে’

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৩ ২১:২৫ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৩ ২১:৩০

ঢাকা: বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা চাই একটা কমপিটিটিভ ইলেকশন হোক তারা যদি না আসে এটা তাদের ডিসিশন। কিন্তু ইলেকশন বাংলাদেশে হবে। ইলেকশনবিরোধী যেকোনো চক্রান্ত জনগণ প্রতিহত করবে।’

শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ লাউঞ্জে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির ইচ্ছায় কি নির্বাচন হবে? বিএনপির ইচ্ছায় নির্বাচন হবে না। বিএনপি চায় না, বিএনপি বয়কট করে করতে পারে। কিন্তু আমরা চাই একটা কমপিটিটিভ ইলেকশন হোক, তারা আসুক। তারা যদি না আসে এটা তাদের ডিসিশন। কিন্তু ইলেকশন বাংলাদেশে হবে।’

তত্ত্বাবধায়ক সরকার কেন করতে হবে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, ‘পৃথিবীর কোন গণতান্ত্রিক দেশ তত্ত্বাবধায়ক সরকার আছে? তত্ত্বাবধায়ক সরকারের তো কোনো যৌক্তিকতা নেই বাংলাদেশে। আওয়ামী লীগের নির্দেশে তো তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়নি। এই ব্যবস্থা বাতিল হয়েছে উচ্চ আদালতের আদেশে।’

বিএনপির দাবি সরকার দেশকে সংঘাতের দিকে যাচ্ছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণ সমাবেশ করছি, তারা আজকে বিক্ষোভ করছে। আন্দোলন করছে। আন্দোলন করতে করতে গরুর হাটে হোঁচট খেল। তারপর থেকে আন্দোলনের দেখা পেলাম না। এখন নামকাওয়াস্তে ডাকে, পদযাত্রা না পশ্চাৎযাত্রা? সেইটাই বুঝি না।’

ওবায়দুল কাদের বলেন, ‘ইলেকশন এখন অনেক দেরি। কে আসবে কে আসবে না, এই মুহূর্তে এটা প্রেডিকশনের কোন কারণ নেই। ভোট দেবে আমাদের দেশের জনগণ। ইলেকশন হবে আমাদের দেশে। ভোট দেবে আমাদের দেশের জনগণ পর্যবেক্ষক আসার নিয়ম আছে ভিয়েনা কনভেনশন অনুযায়ী। পর্যবেক্ষক আসবে, দায়িত্ব পালন করবে। এটা ইউরোপীয় দেশগুলো সবসময় করে থাকে। আমাদের পক্ষ থেকে আমরা ওয়েলকাম করছি। কে আসবে কে আসবে না, এখনও শেষ কথা বলার সময় আসে নাই। আমার দরকার ভোটার উপস্থিতি। অন্য কেউ এলো না এলো এটা তাদের ব্যাপার।’

বিজ্ঞাপন

অক্টোবরে সরকারবিরোধী আন্দোলনের মরণ কামড় দেওয়ার হুমকি দিয়েছে বিএনপি, এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘মরণ কামড় দিতে গিয়ে আবার নিজে মরে ভূত হয়ে যায় নাকি? কামড় দিতে গিয়ে নিজেরাই যদি মরে ভূত হয়ে যায় তখন কি হবে?’

সারাবাংলা/এনআর/এমও

ওবায়দুল কাদের বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর