Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেসিয়ালের নতুন প্রযুক্তি এনেছে ‘বায়োজিন’

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৩ ১৯:০৫

ঢাকা: দেশে প্রথমবার ‘প্রিমিয়াম বায়োহাইড্রা ফেসিয়াল’ প্রযুক্তি নিয়ে এলো বায়োজিন কসমেসিউটিক্যালস।

শনিবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে বায়োজিনের অফিসে সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের উপস্থিতিতে নতুন প্রযুক্তির পরিচয় করিয়ে দেন বায়োজিনের সিইও মোহাম্মদ জাহিদুল হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন– পুচি ফ্যামিলির তাপসী দাশ, ইশায়া তাহসিন, অবন্তী, ফুডাপ্পি, মেইক ইটআপ বাই ফারজানা, লাইফস্টাইল অব রিম্পির সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা।

মোহাম্মদ জাহিদুল হক বলেন, ‘বায়োজিনের প্রতিটি সেবায় বৈশ্বিক প্রেক্ষাপটে সবচেয়ে লেটেস্ট টেকনোলজি ব্যবহার করা হয়। আর আমাদের পণ্যগুলোও গুণগতমান যাচাইয়ের পর আমরা গ্রাহককে সাজেস্ট করি। অত্যাধুনিক বায়োহাইড্রা প্রযুক্তিতে রয়েছে চারটি স্পেশালাইজড হ্যান্ডপিসেস।’

এর মাধ্যমে গ্রাহকের চাহিদা অনুযায়ী ত্বকের পরিচ্ছন্নতা ও সজীবতা ধরে রাখা সম্ভব বলেও জানানো হয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে।

সারাবাংলা/ইএইচটি/এমও

ফেসিয়াল বায়োজিন