Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি চাপে আছে: শিক্ষামন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৪৪

রাজশাহী: বিএনপি সুষ্ঠু নির্বাচনে বাধা দেয় বলে ভিসা নীতি নিয়ে তারাই চাপে আছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। তিনি বলেন, ‘সরকার ও নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে ভোটগ্রহণ করতে চায়। সংবিধানে যেভাবে আছে, সেভাবেই নির্বাচন হবে। তাই বর্তমান সরকার ভিসানীতি নিয়ে কোনো চাপ অনুভব করছে না।’

রোববার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীর মদিনাতুল উলুম কামিল মাদরাসায় শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা ও শিক্ষকদের প্রত্যাশা শীর্ষক বিভাগীয় শিক্ষক সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রী বলেন, ‘মার্কিন ভিসানীতি নিয়ে সরকার কোনো চাপ অনুভব করছে না। বরং ভিসা নিতে নিয়ে বিরোধী দলেরই চাপ অনুভব করার কথা। এটি তাদের ভাবার কথা। কারণ ভিসা নীতি হলো যারা নির্বাচনে প্রতিবন্ধকতা করবে তাদের জন্য। সরকার ও নির্বাচন কমিশন স্বচ্ছতা সাথে ভোটগ্রহণ করতে চায়।’

এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দীপু মনি বলেন, ‘শিক্ষা নিয়ে অপপ্রচার হচ্ছে। এখনকার শিক্ষা কার্যক্রম করে শেখার, মুখস্থ করে না। ১০ বছরের এই শিক্ষাক্রম হবে। এটি নিয়ে বিভ্রান্তি ছড়াবে সেটির কোনো সুযোগ নেই।’

অনুষ্ঠানে মাদরাসা শিক্ষা অধিদফতর কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের মহাপরিচালক হাবিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব কামাল হোসেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রশীদ, মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কায়সার আহমেদসহ রাজশাহী বিভাগের সব মাদরাসার অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

টপ নিউজ বিএনপি ভিসা নীতি শিক্ষামন্ত্রী

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর