বরিশাল থেকে পিরোজপুর ৮০ কিলোমিটার রোডমার্চ বিএনপির
২৩ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৩৯
বরিশাল: সরকার পতনের এক দফা দাবিতে বরিশাল থেকে পিরোজপুর অভিমুখে বিএনপির রোডমার্চ চলছে। সড়কপথে ৮০ কিলোমিটার অতিক্রম করবে এই রোডমার্চ। তাতে যোগ দিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। পথে কালিজিরা ব্রিজ, ঝালকাঠিসহ বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হবে। রোডমার্চ শেষে পিরোজপুরের শিয়ালকাটা ময়দানে সমাবেশ করবে বিএনপি। সেই সমাবেশ যোগ দিতে পটুয়াখালীসহ আশপাশের জেলা থেকেও গাড়িবহর নিয়ে অংশ নিয়েছেন নেতাকর্মীরা।
রোডমার্চের নেতৃত্বে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শনিবার (২৩ সেপ্টেম্বর) নগরীর বঙ্গবন্ধু উদ্যানে রোডমার্চ শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির এ নেতা বলেন, ‘দেশের মানুষ এখন দুঃসময় পার করছে। প্রতিবাদ জানালেই সাইবার নিরাপত্তা আইনে মামলা দেওয়া হচ্ছে। এ অবস্থা থেকে দেশের মানুষকে মুক্ত করতে হবে। সেই লক্ষে বিএনপি এক দফা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে।’
এর আগে, বরিশালসহ আশেপাশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে হাজারও নেতা-কর্মীরা মোটরসাইকেল, ট্রাক, মাইক্রোবাসে করে সকাল থেকে জড়ো হতে থাকেন বরিশাল শহরে বেলস ময়দানে। রোডমার্চ শুরু হওয়ার পর বৃষ্টিতে নেতাকর্মীরা ভোগান্তির মধ্যে পড়লেও থেমে থেমে তারা এগিয়ে যান। ফলে নির্ধারিত সময়ের অন্তত দুই ঘণ্টা পর রোডমার্চ বরিশালের কালিজিরা পয়েন্টে পৌঁছায়।
কর্মসূচিতে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক নেতা নজরুল ইসলাম খান, বিএনপি নেত্রী সেলিমা রহমান, বিএনপির ভাইস প্রেসিডেন্ট শাজাহান ওমর বীর উত্তম, সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারওয়ার, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, বিভাগীয় সমন্বয়কারী বিলকিস জাহান শিরিন প্রমুখ।
সারাবাংলা/একে