Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লেখক সম্মাননা দেবে সাব-এডিটরস কাউন্সিল, বই জমা দেওয়ার আহ্বান

সারাবাংলা ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৫৬ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৫৭

ঢাকা: সংগঠনের সদস্য লেখকদের সম্মাননা-২০২৩ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)। সম্মাননার জন্য বইসহ তথ্য আহ্বান করা হচ্ছে। ২৫ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বই জমা দেওয়া যাবে। নির্ধারিত সময়ের পর বই নেওয়া হবে না।

শনিবার (২৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শর্তাবলি
১. ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সদস্যরা শুধু আবেদন করতে পারবেন।
২. গল্প-উপন্যাস, কবিতা, ইতিহাস-গবেষণা, শিশুসাহিত্য, ভ্রমণ-বিজ্ঞান, অনুবাদ এই ছয় ক্যাটাগরিতে সম্মননা দেওয়া হবে।
৩. একজন লেখক কেবল একটি ক্যাটাগরিতে বই জমা দিতে পারবেন।
৪. সম্মাননার জন্য জমা দেওয়া বই ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে প্রকাশিত (প্রথম মুদ্রণ) হতে হবে। প্রথম মুদ্রণ ছাড়া কোনো সংস্করণ (রি-প্রিন্ট) বই গ্রহণযোগ্য নয়।
৫. ‘বই জমা দেওয়ার সময় লেখকের সংক্ষিপ্ত প্রোফাইল (সর্বোচ্চ ৩০০ শব্দ) ও বই বিষয়ে সংক্ষিপ্ত বিবরণ হাতে লিখে অথবা প্রিন্ট করে জমা দিতে হবে (সর্বোচ্চ ৩০০ শব্দ)
৬. প্রতি ক্যাটাগরিতে জুরিবোর্ডের মাধ্যমে নির্বাচিত ৩ জনকে সম্মাননা দেওয়া হবে। লেখক সম্মাননার বিষয়ে জুরি বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত।
৭. বইয়ের কপিরাইট বা অন্যান্য আইনি ইস্যুতে জটিলতা হলে তা লেখকের ওপর বর্তাবে। সংগঠন কোনো দায় নেবে না।

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের অফিস (৫৫/১ ইসলাম এস্টেট, পুরানা পল্টন, তৃতীয় তলায় বই জমা দেওয়া যাবে)। সরাসরি কিংবা কুরিয়ারে বই পাঠানো যাবে।

এ ছাড়া সম্মাননা প্রদান উপ-কমিটির আহ্বায়ক কবীর আলমগীরের (০১৬৭৪-২৮২২৫৭) সঙ্গে যোগাযোগ করে বই জমা দেওয়া যাবে।

লেখক সম্মাননা-২০২৩ অনুষ্ঠানের দিনক্ষণ পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

ডিএসইসি ঢাকা সাব এডিটরস কাউন্সিল লেখক সম্মাননা লেখক সম্মাননা-২০২৩