Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রবীন্দ্র সরোবরে ব্যবসায়ী-ঢাবি শিক্ষার্থী সংঘর্ষ, আহত ৮

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৩ ০১:৫৪ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৩ ১৩:২০

রবীন্দ্র সরোবর। ফাইল ছবি

ঢাকা: রাজধানীর ধানমন্ডি লেকের রবীন্দ্র সরোবরে দোকান কর্মচারীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আট শিক্ষার্থী।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহত শিক্ষার্থীরা হলেন— ঢাবির অমর একুশে হলের রোবটিকস অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহফুজুর রহমান আলিফ (২১), ফার্মেসি বিভাগের বায়োজিদ (১৯), নাসিফ (১৯), ইতিহাস বিভাগের আজিম মাহমুদ তৌহিদ (২০), সিফাতুল ইসলাম (২০), আজহা (১৯), মাহিন (১৮) ও জুনায়েদ (২০)।

আহত শিক্ষার্থী ও তাদের সহপাঠীরা জানান, সন্ধ্যায় তাদের এক সহপাঠী বান্ধবীকে নিয়ে রবীন্দ্র সরোবরে ঘুরতে যান। সেখানে বসে তারা কার্ড গেম ‘উনো’ খেলছিলেন। এ সময় এক দোকান কর্মচারী তাদের উঠে যেতে বলেন, জানান সেখানে তাস খেলা যাবে না। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

আহত শিক্ষার্থীরা জানান, কথা কাটাকাটির এক পর্যায়ে ওই কর্মচারী ঢাবির নারী শিক্ষার্থীকে নিয়ে অশালীন মন্তব্য করেন। খবর পেয়ে সহপাঠীরা সবাই সেখানে যান। ওই সময় সব দোকানের কর্মচারীরা একত্রিত হয়ে তাদের ওপর হামলা চালানা। লাঠিসোটা, রড, বাঁশ দিয়ে তাদের মারধর করেন। এতে অন্তত আট শিক্ষার্থী আহত হন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, আটজনের মধ্যে আলিফের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে। বাকি সাতজনের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে। তাদের সবাইকে জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি ধানমন্ডি থানা পুলিশ তদন্ত করছে।

বিজ্ঞাপন

সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবু তালেব বলেন, বিকেলের দিকে কয়েকজন শিক্ষার্থী ধানমন্ডি লেকের এক রেস্টুরেন্টে খাবার অর্ডার করে সেখানে তাস খেলতে বসেন। সেখান থেকে তাদের সরে যেতে বলায় বাগ্‌বিতণ্ডা হয়। বিষয়টি মীমাংসাও হয়। পরে জানতে পেরে ঢাবির অন্য শিক্ষার্থীরা গিয়ে সংঘর্ষে জড়ায়।

এই ঘটনায় কেউ আটক আছে কি না— জানতে চাইলে এসি আবু তালেব বলেন, ‘এখন পর্যন্ত আটক নেই। আমাদের কাছে কেউ লিখিত অভিযোগ দেয়নি। আর সংঘর্ষের পরে ঘটনাস্থলে কেউ নেই। তবে ঘটনাটি নিয়ে আমরা কাজ করছি।’

সারাবাংলা/ইউজে/এসএসআর/টিআর

ঢাবি শিক্ষার্থী ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষ রবীন্দ্র সরোবর সংঘর্ষ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর