Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টঙ্গীতে পোশাক শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৩ ২২:৪৭

গাজীপুর: মহানগরীর টঙ্গীতে এক নারী পোশাক শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মানসুরা খাতুন (২৮)।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গী পশ্চিম থানাধীন গাজীপুরা পশ্চিমপাড়া লোকমানের বাড়ির পূর্বপাশের একটি পরিত্যক্ত ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মানসুরা খাতুন গাজীপুরের জয়দেবপুর থানার পিরুজালী উত্তরপাড়া গ্রামের মৃত জাহাঙ্গীর মিয়াজীর মেয়ে। তিনি গাজীপুরা পশ্চিমপাড়া কবির হোসেনের বাড়িতে ভাড়া বাসায় থাকতেন এবং হুপলুন পোশাক কারখানায় চাকরি করতেন।

পুলিশ জানায়, শুক্রবার দুপুরে গাজীপুরা পশ্চিমপাড়া লোকমানের বাড়ির পূর্বপাশের পরিত্যক্ত ডোবায় একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বিকেল ৪টার দিকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যারহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে।

সারাবাংলা/এনএস

গলাকাটা লাশ উদ্ধার টঙ্গী পোশাক শ্রমিক

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর