Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রতিক্রিয়াশীল ডান আর হটকারী অতি বাম এক হয়েছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৩ ২১:১২ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৩ ২১:১৫

চট্টগ্রাম ব্যুরো: একাত্তরের পরাজিত প্রতিক্রিয়াশীল ডান এবং হটকারী অতি বাম একমঞ্চে এসে সরকার হটানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে বীর মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানুর দশম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় তিনি এ কথা বলেন।

সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান কুখ্যাত দালাল-যুদ্ধাপরাধী শাহ আজিজুর রহমান, ক্যাপ্টেন আব্দুল হালিম, বুদ্ধিজীবী হত্যার খলনায়ক মাওলানা মান্নান, মির্জা গোলাম হাফিজসহ অনেককে মন্ত্রী-এমপি, এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত বানিয়েছিলেন। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়ে চিহ্নিত যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামী ও আলী আহসান মুজাহিদকে মন্ত্রী বানিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে পদদলিত করেছিলেন।’

‘হানাদার পাকিস্তান বাহিনীর দালাল মির্জা গোলাম হাফিজের পরিবারের সন্তান মির্জা ফখরুল এখন বিএনপির মহাসচিব হয়ে এদেশের স্বাধীনতা হরণের নতুন মিশন নিয়ে নেমেছেন। সংসদ নির্বাচনকে সামনে রেখে একাত্তরের পরাজিত প্রতিক্রিয়াশীল ডান এবং হটকারী অতি বাম একমঞ্চে এসেছে। তারা সরকার হটানোর নামে এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই অপশক্তির বিরুদ্ধে একাত্তরের মতোই সম্মিলিত প্রতিরোধের দুর্গ গড়ে তুলতে হবে। এই লড়াইয়ে দানু ভাই আমাদের সাহসের প্রতীক হয়ে থাকবেন।’

নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে সহ-সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য নোমান আল মাহমুদ, হাসান মাহমুদ হাসনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, আইন বিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাজী মোহাম্মদ হোসেন, নির্বাহী সদস্য বখতেয়ার উদ্দীন খান, সাইফুদ্দিন খালেদ বাহার, নেছার উদ্দীন আহমেদ, মো. ইলিয়াছ বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

নগরীর চট্টেশ্বরী রোডে প্রয়াত ইনামুল হক দানুর কবরে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া মাহফিলের পর স্মরণসভা অনুষ্ঠিত হয়।

এদিকে শুক্রবার সকালে নগরীর বায়তুস সালাম জামে মসজিদে কাজী ইনামুল হক দানুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাতে অংশ নেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। এসময় মেয়র বলেন, ‘মুক্তিযুদ্ধ থেকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড পরবর্তী প্রতিটি রাষ্ট্রীয় দুঃসময়ে বীর মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানু সাহসী ভূমিকা পালন করেছেন। মুক্তিযুদ্ধে তিনি বিএলএফের গ্রুপ কমান্ডারের দায়িত্ব পালন করেন। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর আওয়ামী লীগের দুঃসময়ে তিনি দলকে ঐক্যবদ্ধ রাখতে অগ্রণী ভূমিকা পালন করেন।’

এ সময় প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর হাসান মাহমুদ হাসনী, হাসান মুরাদ বিপ্লব, নাজমুল হক ডিউক, নূর মোস্তফা টিনু উপস্থিত ছিলেন।

এ ছাড়াও কাজী ইনামুল হক দানু’র কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর সিবিএ-ননসিবিএ সমন্বয় পরিষদ। সংগঠনের সদস্য সচিব আবুল হোসেন আবু’র নেতৃত্বে শ্রমিক লীগ নেতা সাবের আহমদ, মো. ইব্রাহিম, নাসির উদ্দিন, মো. ফোরকান, মাহবুবুর রহমান লিংকন,ফেরদৌস আল মাহমুদ, সমিরুল ইসলাম তুহিন এসময় ছিলেন।

সারাবাংলা/আরডি/একে

আওয়ামী লীগ চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর