মূর্ত হয়ে উঠল ‘সেপ্টেম্বর অন যশোর রোড’
২২ সেপ্টেম্বর ২০২৩ ১৯:১৫ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৩ ২০:৪৬
যশোর: মহান মুক্তিযুদ্ধের সময় রচিত বিখ্যাত কবিতা ‘সেপ্টেম্বর অন যশোর রোড’কে মূর্ত করে তুলতে বৈরি বাতাস ও বৃষ্টি উপেক্ষা করে প্রদর্শিত হলো শরণার্থী ঢলের চিত্র।
শত শত মানুষের অংশগ্রহণে সেদিনের সেই হৃদয় বিদারক দৃশ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে যশোর জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। বিখ্যাত কবি অ্যালেন গিন্সবার্গের কবিতার দৃশ্যায়নে শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে এই র্যালি হয়।
র্যালিটি যশোর বেনাপোল রোডের পুলেরহাট থেকে শুরু করে কৃষ্ণবাটি প্রাইমারি স্কুলে (প্রায় ১ কিলোমিটার পথ) এসে শেষ হয়। সেখানে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে যশোরে ২ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন। ‘স্মরণে সেপ্টেম্বর অন যশোর রোড-৭১’ শীর্ষক অনুষ্ঠানে এ উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার ও আগামীকাল শনিবার দু’দিন ব্যাপী এ অনুষ্ঠান হবে।
আয়োজনকরা জানান, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও যুদ্ধের সময়ে যশোর রোডে শরণার্থীদের অবর্ণনীয় দুর্দশা ও যুদ্ধচিত্র ঘটনাপ্রবাহের প্রতীকী মঞ্চায়নের মাধ্যমে যশোর রোডেই ‘একাত্তরের যশোর রোড’কে মূর্ত করে তোলার প্রচেষ্টা এটি। একাত্তরে যেভাবে যশোর রোড ধরে শরণার্থীদের ঢল নেমেছিল; শিল্পী, সাংস্কৃতিক কর্মী ও শিক্ষার্থীরা মিলে সেই শরণার্থীদের আদলে প্রতীকী পদযাত্রা করে ফুটিয়ে তোলেন একাত্তরের অবর্ণনীয় দুর্দশা। সাংস্কৃতিক অঙ্গন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার (২৩ সেপ্টেম্বর) যশোর শিল্পকলা একাডেমিতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
পদযাত্রা ও কবিতার দৃশ্যায়ন ফুটিয়ে তোলার র্যালির উদ্বোধনীতে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, স্থানীয় সরকার বিভাগের যশোরের উপ পরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তুষার পাল, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন ও বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি।
এছাড়াও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুযহারুল ইসলাম মন্টু, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দ্দৌলা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আফজাল হোসেন দোদুল, জেলা সম্মিলিক সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি দিপংকর দাস রতন, সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলুসহ অনেকে এতে অংশ নেন।
সারাবাংলা/এমও