Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাংকের ভেতর ২০ লাখ টাকা ছিনতাইকাণ্ডে ২ পুলিশসহ ৫ জন রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৩৭ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৩ ১৯:০৫

ঢাকা: রাজধানীর পল্টনে একটি বেসরকারি ব্যাংকে ঢুকে ২০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগের মামলায় ২ পুলিশ সদস্যসহ ৫ জনকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহাবুবের আদালত এই আদেশ দেন।

এদিন আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক সুমিত কুমার সাহা। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড যাওয়া আসামিরা হলেন ডেমরা পুলিশ লাইনসের দুই কনস্টেবল মাহাবুব আলী ও আছিফ ইকবাল এবং তাদের তিন সহযোগী শাহাজান, হৃদয় ও রাসেল।

গত ২১ সেপ্টেম্বর ব্যবসায়ী আবদুল্লাহ আল মামুনের এক কর্মচারী ব্যাগে ২১ লাখ ৫ হাজার টাকা নিয়ে আইএফআইসি ব্যাংকের পল্টন শাখায় জমা দিতে যান। ওই সময় এক লাখ টাকা বাদী তার এক ক্লায়েন্টের অ্যাকাউন্টে জমা দেন। বাকি ২০ লাখ ৫ হাজার টাকা বাদীর সঙ্গে ছিল। এ সময় সেখানে দুই পুলিশ সদস্য এসে ‘ওয়ারেন্ট’ আছে বলে বাদীকে ব্যাংকের বাইরে এনে ব্যাগটি নিয়ে নেন।

এরপর তাকে একটি মোটরসাইকেলে বসিয়ে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে নামিয়ে দেন। ব্যবসায়ী মামুন ঘটনাটি পুলিশকে জানালে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ছিনতাইকারী হৃদয়কে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সদস্য মাহবুব ও আসিফকে ১০ লাখ টাকাসহ গ্রেফতার করা হয়। পরে বাসাবো থেকে শাহজাহান ও রাসেলকে গ্রেফতার করা হয়। রাসেলের বাসা থেকে বাকি ১০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

বিজ্ঞাপন

ওই ঘটনায় ব্যবসায়ী আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলা দায়ের করেন।

সারাবাংলা/এআই/একে

পুলিশ বাদী রিমান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর