ওবায়দুল কাদের দেশে ফিরবেন শনিবার
সিনিয়র করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৩ ১২:০৫ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৫৭
২২ সেপ্টেম্বর ২০২৩ ১২:০৫ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৫৭
ঢাকা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে শনিবার (২৩ সেপ্টেম্বর) ঢাকায় ফিরবেন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (বিজি ০৫৮৫) সন্ধ্যা ৬টায় তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুর যান ওবায়দুল কাদের।
সারাবাংলা/এনআর/এনইউ