ফেনীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৩ ১০:৪৭ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৩ ১০:৫০
২২ সেপ্টেম্বর ২০২৩ ১০:৪৭ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৩ ১০:৫০
ফেনী: ফেনীতে বাসের ধাক্কায় মোহাম্মদ রাসেল (৩২) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুরে র্যাব-৭ ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী দোকান কর্মচারি মো. দেলোয়ার হোসেন জানান, বাসায় ফেরার পথে সড়কে হঠাৎ বিকট শব্দ শুনতে পান। এসময় মোটরসাইকেল আরোহীকে গুরুতর অবস্থায় দেখে অন্য পথচারীরা ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত রাসলকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক নয়ন চন্দ্র দেবনাথ তাকে মৃত ঘোষণা করেন এবং ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর নির্দেশ দেন।
হাসপাতালে কর্তব্যরত পুলিশ সূত্রে জানা গেছে, মোহাম্মদ রাসেল কুমিল্লা সদর থানার দেবীদ্বার গ্রামের দামতী সরকার বাড়ির মজিবুর রহমান সরকারের ছেলে।
সারাবাংলা/এনইউ