Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রলিব্যাগে মিলল মানব শরীরের ৮ খণ্ড

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৩ ০০:২৬ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৩ ১০:১৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় একটি ব্যাগ থেকে মানবদেহের আটটি খণ্ড উদ্ধার করেছে পুলিশ। তবে মাথা ও শরীরের অংশ না পাওয়ায় নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর পতেঙ্গা বোট ক্লাবের অদূরে ১২ নম্বর গেটে ব্যাগটি পাওয়া যায়।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব আহমেদ সারাবাংলাকে জানান, কর্ণফুলী নদী ও সাগরের মোহনার কাছাকাছি এলাকায় একটি খালের মুখে ট্রলিব্যাগটি এক নারী দেখতে পান। পরে পুলিশকে জানানো হলে ব্যাগটি উদ্ধার করা হয়।

কফি রঙের ওই ট্রলিব্যাগে মানব শরীরের আটটি অংশ পাওয়া গেছে। এর মধ্যে আছে দুই হাত, দুই পা, কনুই থেকে কাঁধ এবং হাঁটু থেকে উরু পর্যন্ত অংশ।

নগর পুলিশের বন্দর জোনের উপকমিশনার শাকিলা সোলতানা সারাবাংলাকে বলেন, ‘খণ্ডিত প্রতিটি অংশ ছিল টেপে মোড়ানো। মাথা ও শরীরের অংশ পাওয়া যায়নি। এজন্য পরিচয় শনাক্ত করা যায়নি। ফিঙ্গারপ্রিন্ট নেয়া হয়েছে।’

‘আমাদের ধারণা, অজ্ঞাতনামা পুরুষকে খুন করে পরিচয় ও আলামত নষ্ট করতে শরীর টুকরো করা হয়েছে। হত্যাকারী যথেষ্ট কৌশলী। এমনভাবে ব্যাগটি খালের মুখে ফেলা হয়েছে যেন নদী হয়ে সাগরে চলে যায়,’— বলেন শাকিলা।

এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে ওসি জানিয়েছেন।

সারাবাংলা/আরডি/টিআর

খণ্ডিত দেহ চট্টগ্রাম ট্রলিব্যাগে লাশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর