বেশি দামে ডিম-আলু বিক্রি, ৫ দোকানির জরিমানা
২১ সেপ্টেম্বর ২০২৩ ২০:২৭ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৫৯
রাঙ্গামাটি: সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডিম ও আলু বিক্রির দায়ে রাঙ্গামাটির পাঁচ দোকানিকে জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের তবলছড়ি বাজার ও আনন্দ বিহার এলাকার পাঁচ ব্যবসায়ীকে এই সাজা দিয়েছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে, আলু প্রতি কেজি ৩৬ টাকা ও ডিম প্রতি পিস ১২ টাকা দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। অনেক মুদি দোকান মূল্য তালিকায় সরকার নির্ধারিত দাম লিখে রাখলেও প্রকৃতপক্ষে এসব পণ্য বিক্রি করছে বেশি দামে। জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত তবলছড়ি ও আনন্দ বিহার এলাকার দোকানগুলোতে অভিযান চালিয়ে এমন অনিয়ম দেখতে পেয়েছে। পরে তবলছড়ি বাজারের তিনজন ও আনন্দ বিহার এলাকার দুজন দোকানিকে ৫০০ টাকা করে মোট আড়াই হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার বলেন, ‘অসাধু ব্যবসায়ীরা নির্ধারিত দামের চেয়েও বাড়তি দামে আলু ও ডিম বিক্রি করছেন। কেউ কেউ মূল্য তালিকায় ৩৬ টাকা লিখলেও আলুর দাম নিচ্ছেন ৪০ টাকারও বেশি। কেউ যেন এমন দাম বেশি না রাখতে পারে, সে কারণেই আমরা অভিযান চালিয়েছি। অভিযানে পাঁচ দোকানিকে জরিমানাও করা হয়েছে।’
আলু-ডিমের কৃত্রিম সংকট তৈরি এবং বাড়তি দাম রাখা অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার।
সারাবাংলা/টিআর