Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাংকের ভেতরে ২১ লাখ টাকা ছিনতাইকাণ্ডে ২ পুলিশসহ ৫ জন

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৩ ২৩:০৩

ঢাকা: রাজধানীর পল্টনে আইএফআইসি ব্যাংকের শাখায় ‘কর্পোরেট আইডিয়া‘স’ নামে একটি প্রতিষ্ঠানের ২১ লাখ ৫ হাজার টাকা জমা দিচ্ছিলেন মার্কেটিং অফিসার মো. আজিম। এসময় হঠাৎ পোশাকধারী দুই পুলিশ সদস্য ব্যাংকের ভেতরে হাজির হন। তারা আজিমের টাকার উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করেন। ব্যাগে থাকা টাকা হুন্ডির অর্থ বলে দাবি করেন পুলিশ সদস্যরা। এরপর জিজ্ঞাসাবাদের কথা বলে আজিমকে টেনেহিঁচড়ে ব্যাংকের বাইরে নিয়ে যান। রাস্তায় এনে তাকে মোটরসাইকেলে তুলে দ্রুত মুগদা এলাকায় নেন। সেখানে টাকার ব্যাগ রেখে ছেড়ে দেওয়া হয় আজিমকে।

বিজ্ঞাপন

দিন-দুপুরে ব্যাংকের ভেতর অবিশ্বাস্য কায়দায় টাকা ছিনতাইয়ের ঘটনা জানাজানির পর জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশসহ থানা পুলিশের একাধিক টিম। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযানের পর সন্ধ্যায় ছিনতাইচক্রে জড়িত দুই পুলিশ সদস্যসহ ৫ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন কনস্টেবল মাহাবুব ও কনস্টেবল আসিফ, করপোরেট আইডিয়া‘স এর কর্মী শাহজাহান, দোকান কর্মী হৃদয় ও তার বন্ধু রাসেল। একাধিক সিসি ক্যামেরা থাকলেও পুলিশের দুই সদস্য কীভাবে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটল— এটি ভেবে অনেকে বিস্মিত। সিসি ক্যামেরার আওতাধীন ব্যাংকের ভেতর থেকে এমন ছিনতাইকাণ্ডও বিরল।

মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম বলেন, ‘গ্রেফতার দুই পুলিশ সদস্য ডেমরা লাইনের সদস্য। ছিনতাইয়ের ঘটনায় পাঁচজন জড়িত ছিলেন। সবাইকে গ্রেফতার করা গেছে। গ্রেফতার বাকি তিনজনের মধ্যে একজনের বন্ধু হলেন পুলিশের এক সদস্য। ওই বন্ধু ফোনে পুলিশ সদস্যকে বলেছিলেন ওই ছিনতাই অপারেশনে জড়িত হলে কোনো ঝামেলায় পড়তে হবে না।’

তদন্ত সংশ্লিষ্ট আরেকজন কর্মকর্তা বলেন, ‘ছিনতাইয়ের এই ঘটনার অন্যতম পরিকল্পনাকারী হলেন করপোরেট আইডিয়াসের কর্মচারী শাহজাহান, হৃদয় ও রাসেল। পল্টনে চায়ের দোকানের কর্মচারী হৃদয়। পুরানা পল্টনে করপোরেট আইডিয়াস এর অফিস থেকে টাকা জমা দেওয়া জন্য ব্যাংকের উদ্দেশ্যে যাত্রার পরপরই শাহজাহান, হৃদয় ও রাসেল পুলিশের দুই সদস্যকে খবর দেন। দ্রুত পল্টনের আইএফআইসি ব্যাংকের শাখায় গিয়ে টাকার ব্যাগসহ আজিমকে তুলে নেওয়ার পরামর্শ দেন। এরপরই দুই পুলিশ সদস্য পোশাক পরিহিত অবস্থায় ছিনতাই অপারেশনে নেতৃত্বে নেন। এই পরিকল্পনার সঙ্গে যুক্ত বাকি তিনজন আশপাশে পাহারায় ছিলেন।’

বিজ্ঞাপন

পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে সারাবাংলাকে বলেন, ‘ছিনতাইয়ের অভিযোগ পাওয়ার পরপরই ব্যাংকের ভেতর-বাইরের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হয়। পুলিশের দুই সদস্যকে শনাক্তের পর অন্যদের বিষয়ও বেরিয়ে আসে। এক লাখ ৫ হাজার টাকা একটি হিসাব নম্বরে জমা দেওয়ার পরপরই ওই যুবককে জিজ্ঞাসাবাদের নামে ব্যাংকের বাইরে নিয়ে আসা হয়। তখন তার ব্যাগে ২১ লাখ টাকা ছিল।’

করপোরেট আইডিয়াস এর কর্ণধার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘অন্যান্য দিনের মতো মার্কেটিং অফিসারের মাধ্যমে টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য পাঠানো হয়। ছিনতাইয়ের ঘটনা শুনে দ্রুত পুলিশকে জানাই। পুলিশের পোশাক পরিহিত দুই লোক এসে আমাদের কর্মীকে ভয় দেখিয়ে টাকা ছিনিয়ে নিয়েছে এটি শুনে বিস্মিত হয়েছিলাম। এখন জানলাম এই ছিনতাইকাণ্ডে শাহজাহানসহ আরও তিনজন রয়েছে। শাহজাহান আমার দীর্ঘদিনের কর্মী। আমাদের প্রতিষ্ঠান ঠিকাদারিতে জড়িত। দ্রুত সবাইকে গ্রেফতার করা গেছে এটি ভালো খবর। শুনেছি সব টাকা উদ্ধারও হয়েছে।’

ডিবির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) রাজীব আল মাসুদ বলেন, ‘ছিনতাইয়ের ঘটনা জানার পর থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও কাজ করেছে। অপারেশনে ডিবি পুলিশ থানা পুলিশকে সহযোগিতা করেছে।’

সারাবাংলা/ইউজে/একে

ছিনতাই টপ নিউজ পুলিশ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর