Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পোশাকের দাম বাড়ান, শ্রমিকদের মজুরি বাড়বে’

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৩ ২২:০২

ঢাকা: শ্রমিকদের মজুরি বাড়াতে হবে উল্লেখ করে ক্রেতাদের পোশাকের দাম বাড়ানোর আহ্বান জানিয়েছেন পোশাক মালিকদের সংগঠন বিজিএমই’র সভাপতি ফারুক হাসান। পোশাক খাতের ক্রেতাদের প্রতিনিধি ও ব্র্যান্ডগুলোর উদ্দেশে লিখিত এক চিঠিতে এসব কথা বলেছেন ফারুক হাসান।

মজুরি বৃদ্ধির আগের ধারা ও গত পাঁচ বছরের সামগ্রিক মূল্যস্ফীতি সাপেক্ষে এবার মজুরি বেশ ভালোই বাড়বে বলে চিঠিতে উল্লেখ করেছেন বিজিএমইএ সভাপতি।

বিজ্ঞাপন

ফারুক হাসান বলেছেন, ‘বিশ্বের সবখানেই এখন মূল্যস্ফীতির হার বেশি। এ পরিস্থিতিতে ন্যূনতম মজুরি বোর্ড শ্রমিকদের জন্য মজুরি পর্যালোচনা করছে। তবে এই বোর্ড স্বাধীন। সেখানে শ্রমিক, মালিক ও স্বাধীন পর্যবেক্ষকদের সমান প্রতিনিধিত্ব আছে। মজুরি বোর্ড স্বাধীনভাবে কাজ করে। এ কারণে আমার পক্ষে অনুমান করা কঠিন, মজুরি কত বাড়বে।’

চিঠিতে বৈশ্বিক পরিস্থিতিও আলোকপাত করেছেন ফারুক হাসান। তিনি বলেন, ‘পণ্য উৎপাদনকারী থেকে শুরু করে ক্রেতা— সবাই এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। মূল্যস্ফীতির হার অভূতপূর্ব উচ্চতায় উঠে যাওয়ায় বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক সংকোচনমুখী মুদ্রানীতি গ্রহণ করেছে। এতে সমাজে অর্থের প্রবাহ কমে যাচ্ছে, কমছে পণ্যের চাহিদা। একদিকে খুচরা বিক্রয়ের পর্যায়ে সরবরাহ ব্যবস্থা ঠিক রাখা কঠিন হয়ে পড়েছে, অন্যদিকে উৎপাদকেরা একেবারে ‘দুঃস্বপ্নের’ মতো পরিস্থিতিতে পড়ে গেছেন। এতে তাদের পক্ষে নিজেদের সক্ষমতা, সরবরাহ, পরিকল্পনা ও পূর্বাভাস— সবকিছু ব্যবস্থাপনা কঠিন হয়ে পড়েছে।’

সেইসঙ্গে শ্রমিকদের জীবনমান ও মূল্যস্ফীতির বিবেচনায় ক্রেতাদের প্রতিও পোশাকের দাম বাড়ানোর অনুরোধ জানিয়েছেন ফারুক হাসান। যেসব ক্রয়াদেশের পোশাক চলতি বছরের ১ ডিসেম্বর থেকে জাহাজীকরণ করতে হবে, সেইসব পোশাকের দাম যৌক্তিকভাবে বাড়ানোর অনুরোধ জানান তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

পোশাকের দাম মজুরি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর