Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারীকে থানায় নির্যাতনের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৩ ২০:২০

চাঁপাইনবাবগঞ্জ: মানসিক ভারসাম্যহীন ভাগ্নেকে ছাড়াতে গিয়ে শিউলী খাতুন নামে এক নারীকে আটক করে থানায় বর্বর নির্যাতনের পর কারাগারে পাঠানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত ১৩ সেপ্টেম্বর সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায়। তবে মারধরের কথা অস্বীকার করে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ বলেন, ছিনতাই ঘটনায় জনতার হাতে আটক ইমনকে থানা থেকে ছাড়া না হলে আত্মহত্যার চেষ্টা করে তার খালা শিউলী খাতুন। এ সময় পুলিশ তাকে আটক করার চেষ্টা করলে সে উল্টো পুলিশকেই মারধর করেছে।

বিজ্ঞাপন

এদিকে এ ঘটনায় আদালত থেকে জামিন লাভের পর বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি হোটেলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নারী শিবগঞ্জ উপজেলার দৌলতপুর কদমতলা গ্রামের আব্দুল মজিদের মেয়ে শিউলী খাতুন।

সংবাদ সম্মেলনে শিউলী খাতুন অভিযোগ করে বলেন, গত ১২ সেপ্টেম্বর রাতে তার বোনের ছেলে মানসিক ভারসাম্যহীন ইমনকে পুলিশ একটি ছিনতাই মামলায় আটক করে। পরদিন সকালে শিউলী ও তার মা সাহেলা বেগম ইমনকে দেখতে গিয়ে তাকে ভারসাম্যহীন দাবি করে ডাক্তারের চিকিৎসাপত্র দেখালেও পুলিশ তা না শুনে তাদেরকে হুমকি ও ভয়ভীতি দেখায়। পরে শিবগঞ্জ থানারও ওসি, এসআই সিরাজ, এএসআই শহিদুল ও এক মহিলা কনস্টেবল শিউলী খাতুনকে নির্যাতন করে।

পরে শিউলি খাতুনের বিরুদ্ধে আত্মহত্যা চেষ্টার মামলা দিয়ে কারাগারে পাঠায় পুলিশ।

সংবাদ সম্মেলনে শিউলী খাতুন এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

সারাবাংলা/একে

চাঁপাইনবাবগঞ্জ নারী সংবাদ সম্মেলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর