Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

না.গঞ্জে সড়ক পার হতে গিয়ে ট্রাক চাপায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৩ ০৯:১৮

নারায়ণগঞ্জ: জেলার সিদ্ধিরগঞ্জে মহাসড়ক পারাপারের সময় ট্রাক চাপায় দুইজন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় গতকাল বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ট্রাফিক পরিদর্শক (টিআই) এ কে এম শরফুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

এ কে এম শরফুদ্দিন জানান, রাস্তা পারাপারের সময় ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতরা সম্পর্কে স্বামী-স্ত্রী হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তাদের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।

মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলে চালক ও হেলপার পালিয়ে গেছেন বলে জানান তিনি।

সারাবাংলা/এআরএইচ/এনএস

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর