শিশু, প্রতিবন্ধী ও নারীদেরকে অনুদান দিলেন এমপি শিলা
২০ সেপ্টেম্বর ২০২৩ ২১:৪৭ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৩ ২৩:০৩
ঢাকা: মহিলা আওয়ামী লীগের নেত্রী-কর্মী, শিশু ও প্রতিবন্ধী ও সাধারণ নারীদের মধ্যে আর্থিক অনুদান বিতরণ করেছেন ঢাকা-৩ আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য শবনম জাহান শিলা। তার অনুকূলে বরাদ্দ ঐচ্ছিক অনুদানের অর্থ থেকে তিনি এই অনুদান বিতরণ করেন বুধবার (২০ সেপ্টেম্বর)।
বনানী থানার মহিলা আওয়ামী লীগের সভানেত্রী এবং ১৯, ২০ ও ২১ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর আমেনা বেগম রানু ও কড়াইলের কয়েকজন নেত্রী-কর্মীদের মধ্যে ওই ঐচ্ছিক অনুদানের চেক বিতরণ করেন এমপি শিলা। এ ছাড়া ভাষানটেক থানার কয়েকজন প্রতিবন্ধী শিশু ও নারীর হাতে অনুদানের চেক তুলে দেন। এ সময় তিনি শিশু ও প্রতিবন্ধীদের সঙ্গে বেশ কিছু সময় কাটান।
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শবনম জাহান শিলার কাছ থেকে চেক পেয়ে মহিলা নেত্রী-কর্মী ও অন্যরা অত্যন্ত খুশি হয়েছেন।
উল্লেখ্য, শবনম জাহান শিলা এর আগে মহানগর মহিলা আওয়ামী লীগের নেত্রী ছিলেন।
সারাবাংলা/ইএইচটি/এমও
অনুদানের অর্থ বিতরণ অনুদানের চেক এমপি শিলা শবনম জাহান শিলা সংরক্ষিত মহিলা আসন