Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ অক্টোবর ‘সুনামি’ হবে: আমীর খসরু

স্টাফ করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৩৭

চট্টগ্রাম ব্যুরো: আগামী ৫ অক্টোবর এক দফা দাবিতে বিএনপির রোডমার্চ সুনামি সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে নগরীর কোতোয়ালি থানার কাজির দেউড়ির নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির প্রস্তুতি সভায় তিনি এই মন্তব্য করেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘রোডমার্চে কুমিল্লায় একটি বড় জনসভা হবে ও চট্টগ্রামে একটি হবে। আর মাঝখানে যেগুলো হবে সেগুলো পথসভা। আমাদের পথসভাগুলো জনসভার মতই। আমরা বগুড়া থেকে যখন যাচ্ছিলাম পথসভাগুলো জনসভায় রুপ নিয়েছিল। রাস্তাঘাট সব বন্ধ হয়ে গিয়েছিল। আশেপাশে দোকানপাট, মানুষের বাড়িঘর এমন অবস্থা সেগুলো জনসভা থেকে বেশি হয়ে গিয়েছিল। কাল থেকে প্রস্তুতি নিতে হবে, ঝড় তুলতে হবে। আগামী ৫ অক্টোবর হবে সুনামি। চট্টগ্রাম আগেও ঝড় তুলেছে। এবারও ঝড় তুলতে পারবে।’

বাংলাদেশের জেল নিয়ে জনগণের মনে প্রশ্ন জেগেছে উল্লেখ করে তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। উনাকে বিনা বিচারে, মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে ভোট চুরি প্রকল্পের অংশ হিসেবে জেলে নিয়ে গিয়েছিল। এখন বাড়িতে আটকে রেখেছে। বাংলাদেশের জেলখানায় বর্তমানে কি হচ্ছে সে ব্যাপারে জনগণের সন্দেহ জেগেছে। বেগম খালেদা জিয়ার শরীর কি পর্যায়ে এভাবে এসেছে, এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে জনমনে। অনেকেই জেলখানায় মারা যাচ্ছে। অনেকে জেলখানা থেকে বের হয়ে মারা যাচ্ছে। তাহলে বাংলাদেশের জেলের ভেতরে কি হচ্ছে? এই প্রশ্নগুলো জনমনে এসেছে আজ।’

তিনি আরও বলেন, ‘বেগম জিয়ার জেলে যাওয়ার পর থেকে প্রত্যেক ঘণ্টা, দিন, সপ্তাহ ও মাস আপনাদের বুঝিয়ে দিতে হবে। তিনি কি অবস্থায় ছিল, ওনার শরীর কি কারণে এই অবস্থায় এসে দাঁড়াল এটাও আপনাদের বুঝিয়ে দিতে হবে।’

বিজ্ঞাপন

ভোট চোরদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপির যে রোডমার্চ সেটার মূল কারণ হচ্ছে এক দফা দাবির পরিপ্রেক্ষিতে। এক দফা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ। নির্বাচন কমিশন বাতিল করে নতুন নির্বাচন কমিশন গঠন করে নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে একটি নির্বাচিত সংসদ হবে,সরকার হবে। যে সরকার জনগণের কাছে জবাবদিহি থাকবে, দায়বদ্ধ থাকবে।’

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, ‘বাংলাদেশের জনগণের মুখে এখন একটাই স্লোগান। এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি। এই স্লোগান এখন প্রত্যেক ঘরে ঘরে। আমাদের এক দফার আন্দোলন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য, ও তারেক জিয়ার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে। আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন হবে। ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলনে এগিয়ে যাব।’

বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মীর মো. নাছির উদ্দীন, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জয়নাল আবেদীন ফারুক, গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর।

এদিকে প্রস্তুতিসভাকে কেন্দ্র করে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এনামুল এক এনামের গ্রুপ ও সদস্য সচিব মোস্তাক আহমেদ খানের গ্রুপের সঙ্গে মারামারির ঘটনা ঘটে। এতে আটজন নেতাকর্মী আহত হয়েছেন। তবে এতে সভা পরিচালনা করতে কোনো সমস্যা হয়নি।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/এমও

৫ অক্টোবর আমীর খসরু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর