অভিযানে উচ্ছেদ অবৈধ ২৫ দোকান ও স্থাপনা
১৯ সেপ্টেম্বর ২০২৩ ২২:১২ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৩ ২২:৪৭
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীন বিভিন্ন স্থানে গড়ে ওঠা অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে সওজের জায়গায় গড়ে ওঠা ২৫টি দোকান ও স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে এই উচ্ছেদ অভিযান শুরু করা হয়। অভিযান চলে দিনব্যাপী।
সড়ক ও জনপথ অধিদপ্তর খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায় এবং চুয়াডাঙ্গা সওজ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সুজাত কাজী অভিযানে নেতৃত্ব দেন।
প্রকৌশলী সুজাত কাজী বলেন, অভিযানে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় গড়ে ওঠা ২৫টি দোকান ও স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
সুজাত কাজী আরও বলেন, এসব স্থাপনা উচ্ছেদের বিষয়ে আগেও সবাইকে জানানো হয়েছিল। এলাকায় মাইকিং করা হয়েছে। স্থাপনা নির্মাণকারীদের নোটিশ দেওয়া হয়েছে। সার্ভেয়ারের মাধ্যমেও তাদের সরে যেতে বলা হয়েছিল। তা না করার কারণেই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
উপসহকারী প্রকৌশলী কাজী আজিুজুর রহমান, হাদী উজ্জামান, কাজল মিয়া, মেহেদী হাসান ও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলমসহ অন্যরা অভিযানে উপস্থিত ছিলেন।
সারাবাংলা/টিআর