Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ১৯ ল্যাপটপ চুরি, ৩ মাসেও হয়নি মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২৩ ০৮:৪০

বাগেরহাট: বাগেরহাটের কচুয়া উপজেলার বি. সি ভাষা মাধ্যমিক বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবের ১৯টি ল্যাপটপ চুরি হয়েছে। এ বছরের ২৫ জুন ল্যাপটপগুলো চুরি হয়। রহস্যজনক কারণে ৮৭ দিনেও স্কুলের প্রধান শিক্ষক বা স্কুল পরিচালনা কমিটির সভাপতি কেউই মামলা করেননি।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। এ ঘটনায় জেলা শিক্ষা কর্মকর্তা একটি তদন্ত কমিটি গঠন করেছেন।

বিজ্ঞাপন

কচুয়া উপজেলার বি. সি ভাষা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভূপতি রঞ্জন দাস জানান, ঈদুল আজহার বন্ধে গত ২৫ জুন বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব রুমের তালা ভেঙে ১৯টি ল্যাপটপ চোরেরা নিয়ে যায়। পরদিন ২৬ জুন বিষয়টি থানায় জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিদ্যালয়ের নৈশপ্রহরী ফয়জুল হক ও ল্যাব সহকারী সিদ্ধার্থ সরকার পাইককে থানায় জিজ্ঞাসাবাদ করে।

পরে বিদ্যালয়ের পরিচালনা কমিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম খোকন ও থানা পুলিশের উপস্থিতিতে সালিশি বৈঠক হলে নৈশপ্রহরী ফয়জুল হক জানান, তিনি ১০টি ল্যাপটপ কিনে দেবেন। বিদ্যালয়ের সভাপতি এটিতে সম্মত হয়েছিলেন।

এরইমধ্যে নৈশপ্রহরী ৮টি ল্যাপটপ কিনে দিয়েছেন। তবে তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাননি বলে স্বীকার করেন।

বিদ্যালয়ের সভাপতি শেখ সাইফুল ইসলাম খোকন জানান, ঘটনার পর মামলা করা হয়েছিল। পুলিশ সবকিছুই জানে। এরইমধ্যে কয়েকটি উদ্ধার করা হয়েছে।

চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার হলে নৈশপ্রহরীর চাকরি থাকার কথা নয়— এমন প্রশ্নের জবাবে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি বলেন, ‘বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তা অবগত আছেন।’

বিজ্ঞাপন

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তখন বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম খোকন সাহেব বলেছিলেন, তারা ল্যাপটপ পেয়েছেন। সে কারণে মামলা করবেন না।

বাগেরহাট জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান জানান, ২৫ জুন রাতের ঘটনা হলেও কেউই বিষয়টি আমাকে জানায়নি। শনিবারই আমি জানতে পেরেছি। কচুয়া উপজেলার একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্নানকে দিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাকে তিন কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে। কাউকেই ছাড় দেওয়া হবে না। তদন্ত রিপোর্ট পেলে দায়িত্ব অবহেলায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/একে

তদন্ত কমিটি ল্যাপটপ চুরি শেখ রাসেল ডিজিটাল ল্যাব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর