Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা নেতাকে কুপিয়ে খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২৩ ২০:৫৬ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৩ ২১:৫৯

ফাইল ছবি

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় ‘আধিপত্য বিস্তারকে’ কেন্দ্র করে ক্যাম্পে রোহিঙ্গাদের এক কমিউনিটি নেতাকে কুপিয়ে খুন করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উখিয়া উপজেলার ঘোনার পাড়া ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৫৬ ব্লকে কোডেক স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আইয়ুব (৩৫) উখিয়া উপজেলার ঘোনার পাড়া ১৮ নম্বর ক্যাম্পের এইচ-৫৬ ব্লকের বাসিন্দা এবং ব্লকটির উপ-কমিউনিটি নেতা (সাব-মাঝি)।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, বিকেলে উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৫৬ ব্লকের স্থানীয় দোকানের সামনে কয়েকজন লোকের সঙ্গে আলাপ করছিলেন মোহাম্মদ আইয়ুব। একপর্যায়ে ১০/১২ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলে পড়েন।’

‘এসময় দুর্বৃত্তরা মোহাম্মদ আইয়ুবকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। আহত আইয়ুবকে উদ্ধার ক্যাম্প সংলগ্ন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ওসি বলেন, ‘রোহিঙ্গা নেতা মোহাম্মদ আইয়ুবকে কারা, কী কারণে খুন করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা। তবে তিনি স্থানীয়ভাবে রোহিঙ্গাদের সন্ত্রাসী সংগঠন আরসা বিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিল। এর জেরেও এ খুনের ঘটনা ঘটতে পারে।’

লাশ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি শেখ মোহাম্মদ আলী।

সারাবাংলা/একে

উখিয়া টপ নিউজ রোহিঙ্গা রোহিঙ্গা নেতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর