নাগোর্নো-কারাবাখে অভিযান চালিয়েছে আজারবাইজান
১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৬:২৮ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৭:০৭
আর্মেনিয়ার নিয়ন্ত্রণাধীন বিরোধপূর্ণ নাগর্নো-কারাবাখের ছিটমহলে ‘সন্ত্রাসবিরোধী অভিযান’ শুরু করেছে আজারবাইজান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে।
আজারবাইজানের অংশ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাতিগত আর্মেনীয় ছিটমহলকে ঘিরে কয়েক মাস ধরে উত্তেজনা বিরাজ করছে।
মঙ্গলবার বিবিসির খবরে বলা হয়, একটি মাইন বিস্ফোরণ এবং অন্য একটি ঘটনায় ১১ আজারবাইজানীয় পুলিশ ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর অভিযানের ঘোষণা দিয়েছে বাকু। মঙ্গলবার কারাবাখের প্রধান শহরে বিমান হামলার সাইরেন বাজানোর খবর পাওয়া গেছে।
আজারবাইজান এবং আর্মেনিয়া নাগর্নো-কারাবাখ নিয়ে প্রায় চার দশক ধরে দ্বন্দ্বে লিপ্ত। এ নিয়ে দুইবার যুদ্ধে লিপ্ত হয়েছে দেশ দুটি। ১৯৯০ দশকের গোঁড়ার দিকে সোভিয়েত ইউনিয়ন পতনের পর যুদ্ধ জড়ায় আজারবাইজান ও আর্মেনিয়া। সর্বশেষ ২০২০ সালেও দুই দেশ সংঘর্ষে লিপ্ত হয়।
গত ডিসেম্বর থেকে আর্মেনিয়া থেকে ছিটমহলে প্রবেশের একমাত্র রুট লাচিন করিডোর অবরোধ করে রেখেছে আজারবাইজান। এই করিডোরে আজারবাইজানের সেনা স্থাপনা লক্ষ্য করে মঙ্গলবার গুলি ছুঁড়ে আর্মেনিয়ার সেনারা। এর প্রতিক্রিয়ায় অভিযানের ঘোষণা দিয়েছে বাকু।
সারাবাংলা/আইই