সাজেকে যান চলাচল শুরু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২৩ ১২:১৩ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৫৫
১৯ সেপ্টেম্বর ২০২৩ ১২:১৩ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৫৫
রাঙ্গামাটি: ভারি বৃষ্টির কারণে সাজেকের সড়কে ধসে পড়া মাটি সরানো হয়েছে। ফলে মঙ্গলবার (১৯ সেপ্টেম্ব) সকাল থেকে রাঙ্গামাটির অন্যতম পর্যটন এলাকায় যান চলাচল শুরু হয়েছে।
বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার সারাবাংলাকে জানান, সাজেকে ভারি বৃষ্টি হওয়ায় মাটি ধসের ঘটনা ঘটে। এতে সাজেকের সঙ্গে সারাদেশের যান চলাচল রাতভর বন্ধ ছিল। তবে মঙ্গলবার সকাল থেকে যান চলাচল শুরু হয়েছ। আশা করছি, পর্যটক চলাচলে কোনো সমস্যা হবে না।
এর আগে, সোমবার রাতে মাটি ধসে সাজেকে যাতায়াতের একমাত্র এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যা থেকে সাজেক ইউনিয়নে ভারি বর্ষণ শুরু হয়। এতে বাঘাইহাট-সাজেক সড়কের শুকনাছড়া বড়ইতলি এলাকায় দুই পাশের মাটি ধসে পড়ে সড়কের ওপর। এতে যানচলাচল বন্ধ হয়ে যায়।
সারাবাংলা/এমও