Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীমান্ত এলাকা থেকে ৪৫টি ভারতীয় মহিষ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৫২

কুড়িগ্রাম: জেলার উলিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকার চরাঞ্চল থেকে ৪৫টি ভারতীয় মহিষ আটক করেছে বিজিবি।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের জাহাজের আলগা, মেকুরচর ও পার্শ্ববর্তী এলাকা থেকে মহিষগুলো আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা।

উপজেলার দুইখাওয়ার চর বিওপি’র সীমান্ত এলাকা মেইনপিলার ১০৪৭ হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নদীর তীরবর্তী চরাঞ্চল অবস্থান করা অবস্থায় এসব মহিষ জব্দ করা হয়।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, দইখাওয়ার চর বিওপি সীমান্ত দিয়ে ভারতীয় গবাদি পশু চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করছে। পরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ২৭ জন সমস্যের একটি টহল টিম অভিযান চালিয়ে এসব মহিষ আটক করে।

টহল দলের নেতৃত্বে ছিলেন মেজর মো. মাহবুবুর রহমান ও ভারপ্রাপ্ত এডজুটেন্ট সহকারী পরিচালক মো. ইউনুছ আলী।

সারাবাংলা/পিটিএম

আটক ভারতীয় মহিষ