Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢামেকে বোরকা পরা কিশোর আটক, ২০ ঘণ্টা পর পুলিশে হস্তান্তর

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৩ ২২:৩৯ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৩ ০১:৫৫

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) হাসপাতালের নতুন ভবনে নারী সেজে বোরকা পরে চুরি করতে এসে আটক এক কিশোরকে পুলিশে হস্তান্তর করা হয়েছে। আটকের পর প্রায় বিশ ঘণ্টা ক্যাম্পে রাখার পর সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ঢাকা ডিএমসির পুলিশ ফাঁড়িতে তাকে হস্তান্তর করেন আনসার সদস্যরা।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, রোববার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের নতুন ভবনের আটতলার ৮০১ নম্বর ওয়ার্ডের সামনে থেকে আনসার সদস্যরা ওই কিশোরকে বোরকাপরা অবস্থায় আটক করে। এরপর তাকে আনসারদের ক্যাম্পে নিয়ে রাখে। বিশ ঘণ্টা পর আজ সন্ধ্যায় পুলিশ ক্যাম্পে নিয়ে আসে।

বিজ্ঞাপন

বাচ্চু মিয়া জানান, চোর সন্দেহে আটক করলেও ওই কিশোরকে কোনোমতেই আনসার সদস্যরা তাদের হেফাজতে ঘণ্টার পর ঘণ্টা রাখতে পারে না। বিষয়টি শাহবাগ থানায় জানানো হয়েছে।

এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আনসার সদস্যদের প্লাটুন কমান্ডার (পিসি) উজ্জ্বল সরকার জানান, রোববার রাতে নতুন ভবনের ৮০১ নম্বর ওয়ার্ডের সামনে এক নারীর ভ্যানিটি ব্যাগ নিয়ে নেয় বোরকা পরা ওই কিশোর। এক পর্যায়ে ওই নারীর সন্দেহ হলে বোরকা পরা ওই কিশোরকে ধরে ফেলে। পরে আনসার সদস্যরা তাকে আটক করে তাদের ক্যাম্পে নিয়ে যায়। বোরকা খুলে দেখা যায় সে মেয়ে নয়, ছেলে। তার বয়স হবে আনুমানিক ১৭ বছর।

তিনি বলেন, ‘ধরা পড়ার পর থেকে ওই কিশোর আমাদের হেফাজতেই ছিল। তার বাড়ির ঠিকানা নিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। ওই কিশোরের পরিবার আসবে আসবে বলেও প্রায় বিশ ঘণ্টা পার হয়ে গেলেও আসে নাই। পরে তাকে হাসপাতালের পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।’

বিজ্ঞাপন

ওই কিশোর বোরকা পরে হাসপাতালে ঘুরে ঘুরে চুরির বিষয়টি স্বীকার করেছে। গতকালের ঘটনার দুই দিন আগে নাক-কান-গলা বিভাগে ভর্তি থাকা নুরজাহান নামে এক রোগীর স্বজনের কাছ থেকেও ওই কিশোর কৌশলে টাকা পয়সা ছিনিয়ে নিয়েছে বলে জানায়। ওই নারীও আজ কিশোরের হাতের ট্যাটু দেখে শনাক্ত করেছে।

আটক কিশোর জানান, তার বাড়ি নারায়ণগঞ্জ নিমতলা এলাকায়। ৫০০ টাকা দিয়ে বোরকা কিনে সেইটা পরে সে হাসপাতালে ঘুরে ঘুরে চুরির চেষ্টা করে। গতকাল রাতে চুরি করার সময় আনসার সদস্যরা তাকে ধরে তাদের হেফাজতে রাখে। এবং লাঠি দিয়ে পায়ে অনেক আঘাত করে।

এদিকে, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বোরকা পরা কিশোর আটকের কথা স্বীকার করেছেন। তিনি জানান, হাসপাতালে চুরি করার সময় এক ছেলেকে আনসার সদস্যরা আটক করেছিল। তাকে হাসপাতালের পুলিশের কাছে হস্তান্তর করেছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

কিশোর টপ নিউজ বোরকাপরা

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর