Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুতুবদিয়ায় পুকুরের ডুবে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৩ ২২:২৬

কক্সবাজার: কক্সবাজারের কুতুবদিয়ায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের বাইগ্যার পাড়া ও জুলেখা বিবির পাড়ায় এ ঘটনা ঘটে।

দক্ষিণ ধুরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মারা যাওয়া দুই শিশু হলো- কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের বাইগ্যা পাড়ার বাসিন্দা মোহাম্মদ আবছারের ছেলে আব্দুল মোকাররম (৭) এবং একই ইউনিয়নের জুলেখা বিবির পাড়ার বাসিন্দা ইকবাল হোসেনের ছেলে জান্নাতুল বকেয়া (৪)।

স্থানীয়দের বরাতে আলাউদ্দিন আল আজাদ বলেন, দুপুরে দক্ষিণ ধুরুং ইউনিয়নের বাইগ্যা পাড়ায় আব্দুল মোকাররম সহ স্থানীয় কয়েক শিশু বসত ভিটায় খেলছিল। এক পর্যায়ে অভিভাবকদের অগোচরে বসত ভিটা লাগোয়া পুকুরে পড়ে যায়। এসময় ঘটনাস্থলে উপস্থিত থাকা শিশুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ভাসমান অবস্থায় আব্দুল মোকাররমকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, বিকেল ৩টায় দক্ষিণ ধুরুং ইউনিয়নের জুলেখা বিবির পাড়ায় পুকুরের পানিতে ডুবে জান্নাতুল বকেয়া নামের আরও এক শিশু মারা যায়।

আলাউদ্দিন আল আজাদ বলেন, জান্নাতুল বকেয়াসহ প্রতিবেশী আরও কয়েক শিশু বাড়ীর আঙ্গিনায় খেলাধুলা করছিল। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে সে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মরদেহ দুইটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান স্থানীয় এ ইউপি চেয়ারম্যান।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনইউ

কক্সবাজার কুতুবদিয়া টপ নিউজ পুকুর মৃত্যু শিশু

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর