মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন
১৮ সেপ্টেম্বর ২০২৩ ২১:৩৮ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৩ ২২:৪৭
ঢাকা: রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনের অষ্টম তলায় আগুন লেগেছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
তিনি জানান, রাত ৮টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। তার ১৫ মিনিট পর একটি ইউনিট গিয়ে কাজ শুরু করে।
কীভাবে আগুন লেগেছে তা প্রাথমিকভাবে জানতে পারেনি ফায়ার সার্ভিস।
ভবনের সপ্তম তলায় অবস্থিত বেসিক ব্যাংকের একজন কর্মকর্তা জানান, সন্ধ্যা ৮টা ৪৫ মিনিটের সময় তারা ৮ম তলায় ধোঁয়া দেখতে পান। সঙ্গে সঙ্গে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। ভবনের নিরাপত্তা কর্মীরা ধোঁয়ার কুণ্ডলীর কারণে আগুনের উৎসে পৌঁছতে পারেননি। এরইমধ্যে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
তিনি জানান, সেনা কল্যাণ ভবনের অষ্টম তলায় বাংলাদেশ ব্যাংকের একটি ডিপার্টমেন্ট ও কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের অফিস রয়েছে। কোন অফিসে আগুন লেগেছে তা নির্ণয় করা যায়নি।
নাম প্রকাশ না করে বাংলাদেশ ব্যাংকের একজন নিরাপত্তাকর্মী জানিয়েছেন, ভবনের অষ্টম তলায় বাংলাদেশ ব্যাংকের ডিপোজিট ইন্সুরেন্স ডিপার্টমেন্ট (ডিআইডি) রয়েছে। তিনি দাবি করেন, প্রাইম গ্রুপের একটি অফিসে আগুন লেগেছে। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট সুরক্ষিত রয়েছে।
এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সারাবাংলা/ইউজে/জিএস/একে