Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রুমায় গোলাগুলি, কেএনএফ সদস্য আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৩১ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৩ ২০:০১

রুমা উপজেলা। ফাইল ছবি

বান্দরবান: বান্দরবানের রুমার জাইঅং পাড়া এলাকায় সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনফ) গোলাগুলির ঘটনা ঘ‌টে‌ছে। এ ঘটনায় কেএনএফের এক সদস‌্য আহত হ‌য়ে‌ছেন।

সোমবার (১৮ ‌সে‌প্টেম্বর) সকাল ১০টার দি‌কে এ ঘটনা ঘ‌টে। ত‌বে গোলাগুলিতে আহ‌ত ব্যক্তির নাম জানা যায়‌নি। ঘটনাস্থল থে‌কে সেনাবাহিনী অস্ত্র উদ্ধার করেছে।

সেনাবাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুমার জাইঅং পাড়ার কা‌ছে কেএনএফের এক‌টি দল অবস্থান কর‌ছে— এমন খবর পে‌য়ে সেনাবাহিনীর টহল দল সেখানে যায়। দলটি সেখানে পৌঁছালে আগে থে‌কেই ওঁৎ পেতে থাকা ‌কেএনএফ সদস‌্যরা টহল দ‌লকে লক্ষ‌্য ক‌রে গু‌লি চালায়। এ সময় সেনাবা‌হিনীও আত্মরক্ষা‌য় পাল্টা গু‌লি চালা‌লে কেএনএফের এক সদস‌্য আহত হন। তা‌কে উদ্ধার ক‌রে রুমা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে প্রাথ‌মিক চি‌কিৎসা দিয়ে বান্দরবান হাসপাতা‌লে রেফার করা হয়। তার কাছ থে‌কে এক‌টি অস্ত্রও উদ্ধার করা হ‌য়ে‌ছে।

রুমার উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মাহবুবুল হক ব‌লেন, কেএনএফের সঙ্গে গোলাগু‌লির ঘটনায় একজন আহত হ‌য়ে‌ছেন শু‌নে‌ছি। পরে বিস্তারিত জানানো যাবে।

সারাবাংলা/টিআর

কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ গোলাগুলি সেনাবাহিনী

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর