Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও ২ মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৩ ১৮:১৮ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১৮:২৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দু’জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৬৮ জনে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৪৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে পাঁচ জন বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ২৬ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, ১৪ জন সীতাকুণ্ডের বিআইটিআইডি হাসপাতালে, চার জন চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালে, আট জন চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে এবং ১৪ জন চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া আক্রান্ত আরও ৭৬ জন চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, বেসরকারি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিত্তরঞ্জন পাল নামে ৭৭ বছর বয়সী এক ব্যক্তির ‍শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে মৃত্যু হয়। বিভিন্ন জটিল রোগে আক্রান্ত এই ব্যক্তিকে গত ৫ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার ঠিকানা কক্সবাজার লেখা আছে।

একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে ৫৫ বছর বয়সী বলরাম দাশ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনিও বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন। গত ৯ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ঠিকানা নগরীর সদরঘাট উল্লেখ আছে।

চলতি বছর চট্টগ্রামে মোট ৭ হাজার ৯৬৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৫৬ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ৭ হাজার ৬১১ জন সুস্থ হয়ে ফিরে গেছেন।

বিজ্ঞাপন

চলতি সেপ্টেম্বরের ২ হাজার ১৮০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে, আগস্টে সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, ৩ হাজার ১১ জন। এছাড়া জানুয়ারিতে ৭৭ জন, ফেব্রুয়ারিতে ২২ জন, মার্চে ১২ জন, এপ্রিলে ১৮ জন, মে’তে ৫৩ জন, জুনে ২৮৩ জন এবং জুলাইয়ে ২ হাজার ৩১১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

চলতি সেপ্টেম্বরের গত ১৭ দিনে ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৯ জন পুরুষ, ২৫ জন নারী এবং শিশু-কিশোর মিলিয়ে ২৪ জন।

উল্লেখ্য, ২০২০ সালে চট্টগ্রামে ১৭ জন, ২০২১ সালে ২৭১ জন এবং ২০২২ সালে ৫ হাজার ৪৪৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। ২০২২ সালে ৪১ জন এবং ২০২১ সালে পাঁচজন মারা যায়।

সারাবাংলা/আরডি/পিটিএম

চট্টগ্রাম টপ নিউজ ডেঙ্গু মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর