Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৩ ২১:০৯

খুলনা: খুলনার ডুমুরিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে খুলনা সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া ও কৈয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

খুলনা-সাতক্ষীরা মহাসড়কটি ৪ লেনে উন্নীতকরণ এবং কয়েকটি স্থানে বাঁক সরলীকরণের লক্ষে মহাসড়কের জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই অংশ হিসেবে মহাসড়কের গুটুদিয়া ও কৈয়া এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

মহাসড়কের জায়গা অবৈধভাবে দখল করে এক শ্রেণির মানুষ দীর্ঘদিন পাকা স্থাপনা (বসত বাড়ি ও দোকানঘর) তৈরি করছেন। সড়কের জায়গা ছেড়ে দিতে নোটিশ দেওয়ার পরেও স্থায়ীভাবে তারা ইমারত তৈরি করার ফলে সড়কের উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হচ্ছিল।

অভিযান পরিচালনার সময় উপস্থিত সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রসেনজিৎ পাল ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিন্দিতা রায় জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান সবসময় চলমান। সড়ক ও জনপথ বিভাগ আঞ্চলিক এ সড়কটির উন্নয়নের জন্য উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন।

অভিযানে ক্ষতিগ্রস্ত এক পরিবারের সদস্য শেখ ইকরামুল হক বলেন, ‘জায়গার সব কাগজপত্র আমাদের পক্ষে। এ ছাড়া বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান। মামলার বিবাদী (সওজ) কে আদালতের পক্ষ থেকে স্থিতিতাবস্থা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। তারপরও আমাদের বিল্ডিং ভাঙা হচ্ছে।’

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রট অনিন্দিতা রায় (উপসচিব) বলেন, ‘কোর্টের আদেশের কোনো সার্টিফাইড কপি বাদী পক্ষ আমাদের দেখাতে পারেনি। তাছাড়া আদালত থেকেও আমাদের কাছে কোন নির্দেশনার ডকুমেন্ট আসেনি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

অবৈধ স্থাপনা উচ্ছেদ সওজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর