Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশে স্বায়ত্ত্বশাসিত বিশ্ববিদ্যালয় নেই, সব সরকারি হয়ে গেছে’

সারাবাংলা ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৩ ২১:০৭

চট্টগ্রাম ব্যুরো: ঐতিহাসিক শিক্ষা দিবস উপলক্ষে চট্টগ্রামে ছাত্র সমাবেশ করেছে জেলা ছাত্র ইউনিয়ন। এতে বক্তারা দেশের শিক্ষাখাত ধ্বংস করে ফেলা হয়েছে বলে অভিযোগ করে এ অবস্থা থেকে উত্তরণে গণআন্দোলন শুরুর আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, দেশে এখন আর স্বায়ত্ত্বশাসিত বিশ্ববিদ্যালয় নেই, সব সরকারি হয়ে গেছে।

রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নগরীর চেরাগি পাহাড় মোড়ে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে ছাত্র ইউনিয়নের সাবেক-বর্তমান নেতাকর্মীরা শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে মিছিল বের করেন।

বিজ্ঞাপন

সমাবেশে ছাত্র ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় সভাপতি শরীফুজ্জামান শরীফ বলেন, ‘যে লক্ষ্য-আদর্শ নিয়ে ১৯৬২ সালে শিক্ষা আন্দোলন হয়েছিল, সেটা এখনও পূরণ হয়নি। সেদিন যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, তাদের অনেকে এখন সরকার পরিচালনা করছেন। তাদের কাছে প্রশ্ন রাখুন, আপনার কেন শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করছেন।’

‘দেশে এখন আর কোনো স্বায়ত্ত্বশাসিত বিশ্ববিদ্যালয় নেই, সব সরকারি বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। এখানে উপাচার্য নিয়োগ দেওয়া হয় সরকারি দলের বিবেচনায়। শিক্ষাখাতকে ধ্বংস করে ফেলা হয়েছে। ক্যাম্পাসগুলোর পরিস্থিতি এখন চর দখলের মতো। এখান থেকে ফিরে আসার পথ কঠিন। গণআন্দোলন ছাড়া মুক্তির পথ নেই।’

জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সহ-সভাপতি প্রকাশ ঘোষ বলেন, ‘এ সরকার শিক্ষাকে পণ্যে রূপান্তর করছে। পাঠ্যপুস্তক থেকে প্রগতিশীল লেখকদের লেখা বাদ দিয়ে শিক্ষাকে সাম্প্রদায়িক করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রশাসনের ছত্রছায়ায় ছাত্রলীগ সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছে। তবে এর বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি রাখতে হবে। শহীদ মোস্তফা, ওয়াজিউল্লাহ, বাবুল, সুন্দর আলীর রক্ত বৃথা যেতে দেব না।’

বিজ্ঞাপন

জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ইমরান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক টিকলু কুমার দে’র সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন- কেন্দ্রীয় সদস্য এ্যানি সেন, জেলার সহ-সভাপতি অয়ন সেন গুপ্ত, সাংগঠনিক সম্পাদক শুভ দেব নাথ এবং পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুপ্রিয় তঞ্চঙ্গ্যা।

সারাবাংলা/আরডি/পিটিএম

বিশ্ববিদ্যালয় সরকারি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর