Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিম জং উনকে রাশিয়ার উপহার ড্রোন ও বর্ম

আন্তর্জাতিক ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৩ ২১:০২ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১০:২৪

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ছয়টি ড্রোন উপহার দিয়েছে রাশিয়া। এছাড়া একটি অত্যাধুনিক গায়ে পরার বর্ম উপহার দেওয়া হয়েছে। কিম জং উনের ছয় দিনের সফরের শেষ দিনে রাশিয়ার প্রিমর্স্কি অঞ্চলের গভর্নর ওলেগ কোজেমিয়াকো কিম জং উনকে এসব উপহার দেন।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাসের খবরে বলা হয়েছে, কিম জং উন পাঁচটি কামিকাজে ড্রোন ও একটি জেরান-২৫ ড্রোন গ্রহণ করেছেন। এছাড়া তাকে বুলেটপ্রুফ ভেস্ট দেওয়া হয়েছে। এই ভেস্টটি অত্যাধুনিক এবং থার্মাল ক্যামেরা দ্বারা সনাক্ত করা যায় না।

বিজ্ঞাপন

এদিকে রোববার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা কেসিএনএ প্রকাশিত ছবিতে কিম জং উনের সঙ্গে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগোকে দেখা গেছে।

সফরকালে অন্যান্য গুরুত্বপূর্ণ বৈঠকের পাশাপাশি রুসকি দ্বীপে ভ্রমণের সময় কিম জং উন রাশিয়ার সর্ববৃহৎ সামুদ্রিক প্রাণীর অ্যাকুরিয়াম প্রিমর্স্কি পরিদর্শন করেন। এই অ্যাকুরিয়ামে প্রায় ৫০০ প্রজাতির প্রায় ১০ হাজার সামুদ্রিক প্রাণী রয়েছে।

কিমের আরেকটি গন্তব্য ছিল রাশিয়ার পূর্বাঞ্চলের ইস্টার্ন ফেডারেল ইউনিভার্সিটি। সেখানে তিনি ক্যাম্পাস পরিদর্শন করেন এবং উত্তর কোরিয়ার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

এর আগে, গত ১২ সেপ্টেম্বর উত্তর কোরিয়ার নেতা রেলপথে রাশিয়ায় পৌঁছান। রুশ বন্দর শহর ভ্লাদিভোস্টকতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক হয় তার। পরে রাশিয়ার বিভিন্ন অস্ত্রকারখানা ও যুদ্ধবিমান কারখানা পরিদর্শন করেন কিম জং উন। তার সফরে রাশিয়ার সঙ্গে অস্ত্র চুক্তি হতে পারে বলে আশঙ্কা যুক্তরাষ্ট্রের। তবে এখনও এই সফরের বিস্তারিত প্রকাশ করা হয়নি।

বিজ্ঞাপন

রোববার ছয় দিনের সফর শেষে কিম জং উন তার সাঁজোয়া ট্রেনে করে উত্তর কোরিয়ার দিকে রওয়ানা দেন। রুশ বার্তাসংস্থা রিয়া নভোস্তি কিমের প্রস্থানের একটি ভিডিও প্রকাশ করেছে। সংবাদ সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, আর্টিওম-প্রিমর্স্কি-১ স্টেশনে একটি অনুষ্ঠানের মাধ্যমে কিম জং উন বিদায় নেন।

সারাবাংলা/আইই

কিম জং উন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর