Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চসিককে রাজস্ব খাতে বৈচিত্র্য আনতে বললেন শিক্ষা উপমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৩ ২০:৪৯ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৩ ২০:৫০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সিটি করপোরেশনকে আর্থিক সক্ষমতা বাড়াতে রাজস্ব খাতে বৈচিত্র্য আনার পরামর্শ দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে নগরীর থিয়েটার ইনস্টিটিউটে চট্টগ্রাম সিটি করপোরেশন আয়োজিত আলোচনা সভায় উপমন্ত্রী একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছেন। স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে চট্টগ্রাম সিটি করপোরেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু চট্টগ্রামে ঢাকার মতো শক্তিশালী মধ্যবিত্ত শ্রেণি নেই। এজন্য আর্থিক সক্ষমতা বাড়াতে রাজস্ব খাতে বৈচিত্র্য আনতে হবে। বিশেষ করে বন্দরের আয়ের একটি অংশ চসিক পেলে চট্টগ্রামের উন্নয়ন কার্যক্রম আরো প্রসারিত হবে।’

‘জনসেবা বাড়াতে চসিকের অভিযোগ সুরাহা ও নিষ্পত্তির জন্য পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। জনগণের অর্থ জনস্বার্থে ব্যয় হচ্ছে কি না সেটা নিশ্চিত করতে হবে এবং এজন্য জনপ্রতিনিধিদের মনিটরিং বাড়াতে হবে।’

সভাপতির বক্তব্যে চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ‘স্থানীয় সরকারের অংশ হিসেবে চট্টগ্রামের উন্নয়নে চট্টগ্রাম সিটি করপোরেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে কেবল রাজস্ব আয়ের উপর নির্ভর করে চসিকের পক্ষে এত বড় শহরের কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়েছে। চসিক যে রাস্তাগুলো বানায় বন্দরের ভারি গাড়ি চলার কারণে শহরের সেই রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হয়। এজন্য যোগাযোগ ব্যবস্থাকে সচল রাখতে বন্দরের কাছ থেকে চার্জ আদায়ের বিষয়ে মন্ত্রণালয়ে প্রস্তাব করেছি।’

বিজ্ঞাপন

‘আমাদের রাজস্ব আয়ের উপর ভিত্তি করে শিক্ষা ও স্বাস্থ্যখাতকেও এগিয়ে নিচ্ছি। আধুনিকায়ন করা হচ্ছে নগরীর বর্জ্য ব্যবস্থাপনা। হোল্ডিং ট্যাক্সকে যথাযথকরণ করে সহনীয় পর্যায়ে কর আদায় করা হচ্ছে। সার্বিকভাবে নানন্দিক চট্টগ্রাম গড়তে কাজ করছি আমরা।’

সভায় সংসদ সদস্য নোমান আল মাহমুদ ও মহিউদ্দিন বাচ্চু, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, সমাজকল্যাণ স্ট্যান্ডিং কমিটির সভাপতি আবদুস সালাম মাসুম, স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি জহর লাল হাজারী বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সেরা করদাতা হিসেবে ৪ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠানের হাতে মেয়র রেজাউল করিম পুরস্কার তুলে দেন। এছাড়া স্মার্ট সিটি কার্যক্রমে অবদান রাখায় প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন ও আফরোজা কালাম, কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ বেলাল এবং জনসেবায় বিশেষ অবদান রাখায় মেয়রের একান্ত সচিব আবুল হাশেমের হাতে পুরষ্কার তুলে দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

এর আগে, সকালে তিনদিনের কর্মসূচির অংশ হিসেবে চসিক নগরীর লালদিঘী ময়দান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। লালদিঘীর চসিক লাইব্রেরি ভবনে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবার উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী।

সারাবাংলা/আরডি/এনইউ

চসিক টপ নিউজ মেয়র শিক্ষা উপমন্ত্রী

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর