Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নির্বাচনে সব দলের অংশগ্রহণ ইসির উপর নির্ভর করে না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৩ ২০:১৪ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৩ ০০:০৬

কিশোরগঞ্জ: নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, নির্বাচনে সবদলের অংশগ্রহণ কিন্তু আমাদের (নির্বাচন কমিশনের) উপর নির্ভর করে না। তাদের অংশগ্রহণ করাটা নির্ভর করে দল ও রাজনৈতিক সিদ্ধান্তের ওপর। এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ সার্কিট হাউজে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন, ‘আমরা নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করব। গত দেড় বছরে সব দলকে আমরা একাধিকবার আহ্বান জানিয়েছি। এখনও আহ্বান জানাচ্ছি, যাতে তারা নির্বাচনে অংশ নেয়। নির্বাচনটা অংশগ্রহণমূলক, সুষ্ঠু এবং অবাধ হয়। তবে সেটা নির্ভর করবে রাজনৈতিক দলের সিদ্ধান্তের ওপর। ক্ষেত্রে আমাদের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। আমরা সংবিধান অনুযায়ী নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছি।’

তিনি বলেন, ‘ভোট কেন্দ্রের তালিকা তৈরি করে পাঠানোর জন্য বলা হয়েছিল। সেগুলা আমরা পেয়েছি। ভোট কেন্দ্রের তালিকা তৈরিতে ডিসি-এসপিদের নেতৃত্বে জেলা ও উপজেলা শিক্ষা অফিসার, প্রাথমিক শিক্ষা অফিসার এবং জেলা নির্বাচন ও উপজেলা নির্বাচন অফিসারকে মেম্বার সেক্রেটারি করে কমিটি করে দিয়েছিলাম। সেই কমিটি যে কেন্দ্রগুলোর তালিকা পাঠিয়েছে সেগুলোর মধ্যে কোনো অভিযোগ থাকলে নিষ্পত্তির জন্য সময় দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নভেম্বরের শুরুর দিকে হয়তো তফসিল ঘোষণা হতে পারে। আমরা আগেও বলেছি, জানুয়ারির প্রথম সপ্তাহে আমরা নির্বাচন করব। রাজনৈতিক বিষয়ে আমরা কোনো কথা বলতে চাই না। রাজনৈতিক দলগুলোই রাজনৈতিক বিষয়গুলো সমাধান করবে।’

বিজ্ঞাপন

পরে বিকেল ৩টার দিকে নির্বাচন কমিশনার আনিছুর রহমান সদর উপজেলার সম্ভাব্য ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করেন।

সারাবাংলা/এসসি/পিটিএম

আনিছুর রহমান টপ নিউজ নির্বাচন কমিশনার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর