Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সিদ্দিকুর রহমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৯:০৭ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৩ ২০:১৬

নাটোর: নাটোর-৪ আসনের উপ নির্বাচনে একমাত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ নেতা ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারি।

রোববার (১৭ সেপ্টেম্বর) শেষ দিন বিকেল ৪টার কিছু আগে দলের কয়েকজন সিনিয়র নেতাকে সঙ্গে নিয়ে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আবু রাসেলের কাছে মনোনয়নপত্র জমা দেন সদ্য পদত্যাগ করা করা বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান।

বিজ্ঞাপন

এ আসনে প্রার্থী হিসেবে জেলা জাতীয় পার্টির সভাপতি আলাউদ্দিন মৃধা ও ছাত্রদল নেতা মেহেদী হাসান নোমান মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে তারা জমা দেননি। এর ফলে একমাত্র প্রার্থী হিসাবে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হতে চলেছেন আওয়ামী লীগের ওই প্রার্থী। তবে প্রক্রিয়াগত কারণে এখনই তাকে নির্বাচিত ঘোষণা করা যাবে না বলে জানান রিটার্নিং অফিসার ও রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মঈন উদ্দীন খান।

গত ৩০ আগস্ট নাটোর-৪ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুসের মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী ১১ অক্টোবর এ আসনের ভোটগ্রহণ হওয়ার কথা ছিল।

সারাবাংলা/একে

আওয়ামী লীগ উপনির্বাচন টপ নিউজ নাটোর-৪ আসন সিদ্দিকুর রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর