Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেনাপ্রধানের সঙ্গে কাতারের ডেপুটি চিফ অব স্টাফের সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৫১ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৫৭

ঢাকা: সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাতার আর্মড ফোর্সেসের ডেপুটি চিফ অব স্টাফ জেনারেল আবদুল রহমান নাসর আবদুল্লাহ আল-নাসর।

রোববার (১৭ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসের সেনাসদর দফতরে সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানিয়েছে, সফরসঙ্গী হিসেবে ডেলিগেশন টিমের অপর সদস্য ছিলেন কাতারের মিলিটারি ডেকোরেশনস অ্যান্ড মেডেলস পরিদফতরের ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল আবদুল আজিজ ঘানেম আল কুবাইসি। সাক্ষাৎকালে উভয়েই দুই দেশের আর্মড ফোর্সেসের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রগুলোর ওপরে গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, কাতার ডেলিগেশন টিম আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থানকালীন সেনাকল্যাণ সংস্থা পরিচালিত বিভিন্ন সামরিক পোশাক তৈরির প্রতিষ্ঠান পরিদর্শন ও বাংলাদেশ থেকে এ জাতীয় পোশাক আমদানির সম্ভাব্যতার বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। কাতার ডেলিগেশন টিমের এই সফর দুই দেশের পারস্পরিক সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

সারাবাংলা/ইউজে/এনইউ

কাতার সশস্ত্র বাহিনী ডেপুটি চিফ অব স্টাফ সাক্ষাৎ সেনাপ্রধান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর