দেশে সবুজ কারখানা এখন ২০২টি
১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৩৪ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৯:২৫
ঢাকা: দেশে সবুজ কারখানার (গ্রিন ফ্যাক্টরি) সংখ্যা আরও বেড়েছে। সর্বশেষ পোশাক খাতের আরও দুটি কারখানা এ তালিকায় যুক্ত হয়েছে। এ নিয়ে বর্তমানে বাংলাদেশে সবুজ কারখানার সংখ্যা ২০২টি।
রোববার (১৭ সেপ্টেম্বর) পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এ তথ্য জানান।
এর আগে, ২০০ সবুজ কারখানার মাইলফলক অর্জন করে বাংলাদেশ। এর মধ্য দিয়ে দেশের পোশাক খাতও নতুন মাইলফলক স্পর্শ করে। ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিজাইন (এলইইডি) গ্রিন ফ্যাক্টরি বা সবুজ কারখানার সার্টিফিকেশন দিয়ে থাকে।
প্রতিষ্ঠানটির তথ্য মতে, সর্বশেষ নারায়ণগঞ্জের ইউনিভার্সেল ম্যানসওয়ার লিমিটেড ও ঢাকার প্যাসিফিক ব্লু জেনস ওয়ার লিমিটেড এই তালিকায় যুক্ত হয়েছে। এর আগে, গাজীপুরের লিডা টেক্সটাইল অ্যান্ড ডায়িং লিমিটেড ও লিজ ফ্যাশন লিমিটেড নতুন করে সবুজ কারখানার তালিকায় অন্তর্ভুক্ত হয়।
ইউএসজিবিসির তথ্য মতে, দেশে এখন সবুজ কারখানা ২০২টি। এর মধ্যে প্লাটিনাম ক্যাটাগরির ৭৩টি, গোল্ড ১১৫টি, সিলভার ১০টি ও সার্টিফাইড ক্যাটারির দুটি। এ ছাড়া ৫৫০টির বেশি কারখানা গ্রিন ফ্যাক্টরি হতে রেজিস্ট্রেশন বা পাইপলাইনে রয়েছে।
উল্লেখ্য, সবুজ কারখানার তালিকায় বাংলাদেশের পরের অবস্থানে রয়েছে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া।
সারাবাংলা/ইএইচটি/পিটিএম