Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৫০

সিলেট: সিলেটে সড়ক দুর্ঘটনায় সদর উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ওবায়দুল্লাহ ইসহাকসহ দুইজন নিহত হয়েছেন।

সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের সালুটিকর মিত্রিমহল এলাকায় গতকাল শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত অপরজন হলেন— সিলেট স্টেডিয়াম মার্কেটের ব্যবয়াসী এম হাফিজুর রশীদ।

পুলিশ জানায়, জালালাবাদ ইউপি চেয়ারম্যান মো. ওবায়দুল্লাহ ইসহাক ও ব্যবয়াসী এম হাফিজুর রশীদ একই মোটরসাইকেলে করে কোম্পানীগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে সালুটিকর মিত্রিমহল এলাকায় পৌছালে সেখানে দাঁড়ানো একটি ট্রাকের পেছনে তাদের মোটরসাইকেলটি জোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যান।

খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

সারাবাংলা/বিএস/এনএস

সড়ক দুর্ঘটনা সিলেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর