‘চুরি তো করো তোমরা, আর বলো দাম ফিক্সড করে দিয়েছি’
১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৬:০৫ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৪২
বগুড়া: দ্রব্যমূল্য ‘নিয়ন্ত্রণ করতে না পারায়’ সরকারের কড়া সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চাল-ডাল- তেল নিত্যপণ্য; সবকিছুর দাম আকাশচুম্বী। আমার মায়েরা-বোনেরা তাদের সন্তানদের পাতে একটি ডিম দিতে পারে না। বিদ্যুতের দাম তিন-চারবার করে বাড়ছে। তেলের দাম তিন-চারবার করে বাড়ে। সেদিকে সরকারের কোনো খেয়াল নেই। আবার বলে দাম তো ফিক্সড করে দিয়েছি—দাম ফিক্সড করলেই কি দাম কমানো যায়? চুরি তো করো তোমরা। চুরি করো আর বলো দাম ফিক্সড করেছি।
রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া সদরের এরুলিয়া হাটখোলায় বগুড়া থেকে রাজশাহীর রোড মার্চের কর্মসূচির উদ্বোধনকালে পথসভায় তিনি এ কথা বলেন। ভোটাধিকার প্রতিষ্ঠার এক দফা দাবিতে বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এই রোড মার্চের আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, ‘সরকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে ব্যর্থ হয়েছে। শুধু তাই নয়, এ সরকার রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হয়েছে। সরকার চুরি করে দেশকে ফোকলা করে দিয়েছে। চুরি করে আর বিদেশে পাঠায়। বিদেশে বাড়ি-ঘর তৈরি করে। সবচেয়ে বড় চুরি— আমার ভোটের অধিকার চুরি করে নিয়েছে। ১৪ তে চুরি করেছে, ১৮ তে চুরি করেছে। এখন আবার পাঁয়তারা করছে ২০২৪ এর নির্বাচনে চুরি করে পার হয়ে যাওয়ার। কিন্তু এবার আর হবে না। বিশ্ব জেনে গেছে গত দুটি নির্বাচনে ভোট চুরি হয়েছে। দেশের মানুষ ভোট দিতে পারেনি। বাংলার জনগণ এবার তাদের ভোটের অধিকার আর চুরি করতে দেবে না।’
এসময় তিনি বলেন, ‘জেগে উঠুন গণতন্ত্র প্রতিষ্ঠা করুন। ভোটের অধিকার কেড়ে নিতে রাজপথে রুখে দাঁড়াতে হবে। এই ভোট চোরদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। রাজপথ পাহারা দিতে হবে। যে কোনো মূল্যে এই অবৈধ সরকারকে ক্ষমতায় থেকে টেনে নামাতে হবে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘বিরোধীদল যেন ক্ষমতায় আসতে না পারে সে জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে জেলে রেখেছে। তার সঠিক চিকিৎসা করতে দেওয়া হচ্ছে না। তিনি আজ মৃত্যুর সাথে লড়াই করছেন। সাঈদীকে (জামায়াত নেতা ও যুদ্ধাপরাধে দণ্ডপ্রাপ্ত দেলওয়ার হোসাইন সাঈদী) যেভাবে জেলে আটকে রেখে একপ্রকার মেরে ফেলা হয়েছে। বেগম খালেদা জিয়াকেও একই উদ্দেশে আটকে রাখা হয়েছে।’
বিশেষ অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ভোট চোরদের ছাড় দেওয়া যাবে না। রাজপথে থেকে সরকারকে বিদায় করতে হবে। আবার তারা ভোট চুরির পাঁয়তারা করছে।’
তিনি বলেন, ‘এ অবৈধ সরকারকে রাজপথে থেকেই বিদায় করতে হবে। ভোট চোরদের প্রতি নজর রাখতে হবে। এদের সঙ্গে যেসব আমলা, আইনশৃঙ্খলা বাহিনী, লুটেরা ব্যবসায়ী ও বিচার বিভাগের লোকজন আছে তাদের তালিকা তৈরি করতে হবে। আমেরিকায় শুধু ওদের ভিসা বাতিল নয়; জনগণের কাছ থেকেও বাতিল করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার বাস্তবায়ন হলে আমাদের আন্দোলন শেষ হবে।’
সমাবেশ শেষে দুপুর পৌনে বারোটার দিকে রাজশাহীর উদ্দেশে লংমার্চ বগুড়া থেকে যাত্রা শুরু করে।
এরুলিয়া হাটে রোড মার্চ উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান। সমাবেশে বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক রুহুল কুদ্দস তালুকদার দুলু, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা প্রমুখ বক্তব্য দেন।
সারাবাংলা/এনইউ