Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাকচাপায় সাংবাদিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৫৮

লালমনিরহাট: ট্রাকচাপায় লালমনিরহাট রিপোর্টাস ইউনিটির সভাপতি ও দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার সাংবাদিক ইউনুস আলী নিহত হয়েছেন। তিনি হাতীবান্ধা উপজেলার পশ্চিম বেজগ্রামের বাসিন্দা ছিলেন।

শনিবার সন্ধ্যায় লালমনিরহাটে অনুষ্ঠিত জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের জনসভায় পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফিরছিলেন তিনি। পথে আদিতমারী পল্লীবিদ্যুৎ অফিসের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই ইউনুস মারা যান।

বিজ্ঞাপন

সহকর্মীরা জানান, পরে ট্রাকের অপ্রাপ্তবয়স্ক চালক ও হেলপার ঘটনাস্থলে ট্রাক রেখে পালিয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে জেলার সাংবাদিকরা জড়ো হয়ে মহাসড়কে অবরোধ করেন। এতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। অপরদিকে হাতীবান্ধায় সাংবাদিক ও সাধারণ মানুষও অবরোধ করে।

পরে রাত সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ ও পুলিশ সুপার সাইফুল ইসলাম দুর্ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা নেওয়াসহ নিহত সাংবাদিকের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাসের পর অবরোধ তুলে নেওয়া হয়।

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আদিতমারী থানার ওসি মোজাম্মেল হক।

সারাবাংলা/এমও

ট্রাকচাপা সাংবাদিক নিহত

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর