আমাজনে বিমান দুর্ঘটনায় নিহত ১৪
আন্তর্জাতিক ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৩ ১২:২৪ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৩৭
১৭ সেপ্টেম্বর ২০২৩ ১২:২৪ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৩৭
ব্রাজিলের আমাজনে একটি বিমান দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার (১৬ সেপ্টেম্বর) খারাপ আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসি।
ছোট প্রপেলার প্লেনটি আমাজনাস রাজ্যের রাজধানী মানাউস থেকে উড্ডয়ন করে প্রত্যন্ত জঙ্গলের ৪০০ কিলোমিটার পড়ি দিয়ে বার্সেলোসে অবতরণ করার সময় দুর্ঘটনার শিকার হয়।
দেশটির কর্মকর্তারা জানান, বিমানটিতে থাকা দুইজন ক্রু ও ১২ জন যাত্রী দুর্ঘটনায় নিহত হয়েছেন। ইতোমধ্যে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে।
অ্যামাজনাস রাজ্যের নিরাপত্তা সচিব ভিনিসিয়াস আলমেদা বলেন, প্রাথমিক তথ্যে জানা গেছে, প্রবল বৃষ্টি এবং ঠিক মতো দেখতে না পাওয়ার কারণে বিমানটি বার্সেলোসে অবতরণ করার সময় রানওয়ে থেকে ছিটকে গিয়ে বিধ্বস্ত হয়।
সারাবাংলা/এনএস